সোমবার , ২৫ জুলাই ২০১৬ | ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

নওগাঁয় প্যানেল আইনজীবীদের সাথে ব্রতীর সমন্বয় সভা

Paris
জুলাই ২৫, ২০১৬ ৬:১৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:
স্বেচ্ছাসেবী সংস্থা ব্রতী’র আয়োজনে ইউকে এইড-এর অর্থায়নে কমিউনিটি লিগ্যাল সার্ভিসেস প্রোগামের সহায়তায় আইনি সেবা প্রকল্পের আওতায় জজ কোর্ট, রাজশাহীর বিজ্ঞ আইনজীবীদের সমন্বয়ে গঠিত প্যানেল আইনজীবীদের সাথে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার  নওগাঁর একটি অভিজা রেস্টুরেন্টের সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়।
ব্রতী’র আইনি সেবা প্রকল্পের আঞ্চলিক সমন্বয়কারী এড. আশিক ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী আইনজীবী সমিতির  সেক্রেটারি বিজ্ঞ আইনজীবী এড. সাইদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ আইনজীবী সমিতির বিজ্ঞ সিনিয়র আইনজীবী এবং মানবাধিকার আইনজীবী পরিষদের সভাপতি মো. খোদাদাদ খান পিটু।
ব্রতীর ট্রেনিং এন্ড কমিউনিকেশন কোঅর্ডিনেটর রাজেন্দ্র কুমার দাসের সঞ্চালনায় সভার আলোচনায় উপস্থিত আইনজীবীগণ মামলা পরিচালনার বিভিন্ন নীতিমালা, চলমান মামলা সমূহের গতি ত্বরান্বিত আইনি করতে প্যানেল আইনজীবীদের দায়িত্ব ও কর্তব্যসমূহ, আইনি সেবার পর্যালোচনা ও মানোন্নয়ন বিষয়ে আইনজীবীগণ প্রয়োজনীয় সুপারিশমালা তুলে ধরেন। এছাড়া বিবিধ জনস্বার্থ বিষয়ে মামলা করা, প্যানেল আইনজীবীদের মানবিক দৃষ্ঠিভঙ্গির বিষয়ে অধিক গুরুত্বারোপ করা হয়। ব্রতী’র পক্ষে আরো উপস্থিত ছিলেন লিগ্যাল অফিসার রাস্কেন মানকিন।

স/মি

সর্বশেষ - রাজশাহীর খবর