নওগাঁ (আত্রাই) প্রতিনিধি:
নওগাঁ আত্রাইয়ে অস্ত্র ও বিস্ফোরক মামলার পলাতক আসামি জেএমবি সদস্য আব্দুল জলিলকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার রাত ১০টার দিকে উপজেলার ভবনীপুর বাজার থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আব্দুল জলিল উপজেলার ভবানীপুর গ্রামের মৃত জহির উদ্দিনের ছেলে।
আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বদরুদ্দোজা জানান, ২০০৪ সালে রাণীনগর ও আত্রাই উপজেলাসহ আশেপাশের উপজেলায় বাংলা ভাই সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাই সরকারের নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন জেএমবি দল গঠন করে কথিত সর্বহারা নিধন নামে হত্যাযজ্ঞ, নির্যাতন, লুটতরাজ, ঘরবাড়ি ভাংচুর শুরু করে।
সে সময় এলাকার অনেকের মত বাংলা ভাই এর সঙ্গে হাতে হাত রেখে আব্দুল জলিলও হত্যাযজ্ঞ, নির্যাতন, লুটতরাজ, ঘরবাড়ি ভাংচুরে সক্রিয় অংশ গ্রহণ করেন। তার বিরুদ্ধে থানায় অস্ত্র-বিস্ফোরক দ্রব্যসহ দুটি মামলা রয়েছে।
পুলিশ সুপার মোজাম্মেল হক জানান, এরপর দীর্ঘ দিন পলাতক ছিলেন আব্দুল জলিল। রবিবার সন্ধ্যায় গোপন সংবাদে জানা যায়, জলিল গ্রামের এলাকায় এসেছেন। এমন তথ্যের ভিত্তিতে এক অভিযান চালিয়ে রবিবার রাতে ভবনীপুর বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
স/আর