নিজস্ব প্রতিবেদক, নওগাঁ:
নওগাঁয় ৪৫ বছর বয়সের মাহবুব আলম জুয়েল নামের এক ব্যক্তি নিখোঁজ হওয়ায় তার পরিবারে শোক নেমে এসেছে। এ সংবাদ লেখার সময় নিখোঁজ হওয়ার প্রায় ৭২ ঘন্টা অতিবাহিত হলেও এখন পর্যন্ত তার কোন সন্ধান পাওয়া যায় নি। তার ভাগ্যে কি ঘটেছে তা নিয়ে শঙ্কিত তার পরিবারের লোকজন।
এ ব্যপারে নওগাঁ সদর থানায় একটি সাধারন ডাইরী লিপিবদ্ধ করা হয়েছে।
মাহবুব আলম জুয়েলের ছোট ভাই মোঃ জহুরুল ইসলাম কর্ত্তৃক দায়েরকৃত ডাইরী সূত্রে জানা গেছে, শহরের রজাকপুর ট্রাক টামর্নিাল এলাকার আনোয়ার হোসেনের পুত্র উক্ত মাহবুব আলম গত ২০ অক্টোবর শনিবার সকাল ৭টায় অন্য দিনগুলোর মতই বাড়ি থেকে বের হয়ে যান।বড়িতে ফিরতে অনেক দেরী হওয়ায় তার মোবাইল ফোনে বার বার ফোন করলে তা বন্ধ পাওয়া যায়।
এই আসবে আসবে করতে করতে দিন যায়, রাত যায়। এমনি করে দুইদিন দুই রাত কেটে গেলেও এখন পর্যন্ত জুয়েল বাড়িতে ফিরে আসেনি কিংবা কোন সন্ধান পাওয়া যায় নি। যতই সময় অতিবাহিত হচ্ছে ততই পরিবারের সদস্যদের মধ্যে অজানা আশংকা গভীর হচ্ছে।
স/অ