বুধবার , ১ নভেম্বর ২০২৩ | ২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

নওগাঁয় স্কুল ছাত্রীকে গণধর্ষণ, যুবক গ্রেপ্তার

Paris
নভেম্বর ১, ২০২৩ ৭:৩৭ অপরাহ্ণ

নওগাঁ প্রতিনিধি :
নওগাঁয় ১০ম শ্রেনীর এক ছাত্রীকে গণধর্ষনের ঘটনায় মনোয়ার হোসেন (৩৪) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫। বুধবার (১ নভেম্বর) ভোর রাতে জেলার মহাদেবপুর উপজেলার শালবাড়ী দেওয়ানপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মনোয়ার হোসেন সদর উপজেলার হাঁপানিয়া ইউনিয়নের মোহনপুর এলাকার মো. সামাদের ছেলে।
গণধর্ষণের শিকার ওই শিক্ষার্থী বাড়ি নওগাঁ সদর উপজেলার হাঁপানিয়া ইউনিয়নে। বিষয়টি নিশ্চিত করেছেন  র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের কোম্পানী কমান্ডার শেখ সাদিক।
কোম্পানী কমান্ডার শেখ সাদিক জানান- গণধর্ষণের শিকার ওই স্কুল শিক্ষার্থী গত ৩০ সেপ্টেম্বর হাপানিয়া বাজারে প্রাইভেট পড়ার জন্য একডালা নামক স্থানে পৌঁছালে সেখানে ব্যাটারী চালিত অটো ড্রাইভার সুজন তাকে সুকৌশলে গাড়িতে তোলে অপহরণ করে  মনোয়ারের ভাড়া বাড়িতে নিয়ে যায়। পরে তাকে বিভিন্নভাবে ভয় দেখিয়ে শারিরীক সম্পর্কের চেষ্টা করলে সে রাজি না হলে জোর করে তাকে পালাক্রমে গণধর্ষন করে এবং গণধর্ষনের ভিডিও তাদের মোবাইল ফোনে ধারন করে। পরে এই ঘটনা কাউকে বলে দিলে ভিডিও ইন্টারনেটে ছেড়ে ভাইরাল করে দেওয়ার হুমকি দেয় আসামিরা।
তিনি আরও বলেন, এই ঘটনার পর ওই শিক্ষার্থীর বাবা নওগাঁ সদর মডেল থানায় গণধর্ষণের মামলা করলে র‌্যাব ছায়া তদন্ত শুরু করে। ঘটনার পরে কয়েকদিন বরিশালে গা ঢাকা দিয়ে ছিল।  আজ ( বুধবার) ভোর রাতে তথ্য প্রযুক্তির সহায়তায় মহাদেবপুর উপজেলার শালবাড়ী দেওয়ানপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারের পর আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে নওগাঁ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ ( ওসি) ফয়সাল বিন আহসান বলেন, থানায় মামলা হওয়ার পর আমরা মনোয়ারের সহযোগী সুজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। আর আজ ভোররাতে মনোয়ারকে র‌্যাব-৫ এর একটি গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করেছে। গ্রেপ্তার মনোয়ারকে আদালতে সোপর্দ করা হবে।

সর্বশেষ - রাজশাহীর খবর