সোমবার , ১২ আগস্ট ২০২৪ | ৩রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

নওগাঁয় মাঠে ফিরেছে পুলিশ জনমনে স্বস্তি

Paris
আগস্ট ১২, ২০২৪ ২:৩৪ অপরাহ্ণ

নওগাঁ প্রতিনিধি:
শেখ হাসিনা সরকার পতনের পর গত ৬দিন থেকে নওগাঁয় সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে মাঠে নামেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এসময় কোনো সড়কেই ট্রাফিক পুলিশের উপস্থিতি দেখা যায়নি।
সোমবার সব ধরনের কর্মবিরতি প্রত্যাহার করে বেলা ১১টা থেকে শহরের মুক্তির মোড়ে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ট্রাফিক ব্যবস্থা চালুর মধ্যে দিয়ে পুলিশ সদস্যরা কাজ শুরু করেন। সড়কে দায়িত্ব পালন শুরু করেছেন ট্রাফিক পুলিশরা। এতে স্বস্তি ফিরে এসেছে জেলার সাধারণ মানুষের মাঝে।
এদিকে কাজে ফেরায় সাধারণ শিক্ষার্থী ও বিএনপিসহ সাধারণ মানুষের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় পুলিশ সদস্যদের। এরআগে জেলা পুলিশ সুপার কার্যালয় থেকে পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক এর নেতৃত্বে জেলা পুলিশের একটি মোটরসাইকেল শোডাউন বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এসময় পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক বলেন- কয়েকদিন আগে থেকেই জেলার ১১টি থানার কার্যক্রম শুরু হয়। এছাড়া সেনাবাহিনীর সাথে যৌথ টহল অব্যহত ছিলো। তবে জেলায় কোন ধরনের সহিংসতার ঘটনা ঘটেনি। এমনকি পুলিশের কোন স্থাপনা ও অবকাঠামো বা কোন ধরণের সরঞ্জামের ক্ষয়ক্ষতি হয়নি।

এখন থেকে পুরোদমে মাঠ পর্যায়ে কাজ শুরু করেছে পুলিশ সদস্যরা। মানুষের নিরাপত্তায় পুলিশ সদস্যরা কাজ করে যাবে।#

সর্বশেষ - রাজশাহীর খবর