মঙ্গলবার , ২১ নভেম্বর ২০২৩ | ২৬শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

নওগাঁয় দূর্বত্তের ছুরিকাঘাতে বিক্রয় প্রতিনিধির মৃত্যু

Paris
নভেম্বর ২১, ২০২৩ ১২:২৫ অপরাহ্ণ

নওগাঁ প্রতিনিধি

নওগাঁ আবারও দূর্বত্তের ছুরিকাঘাতে মামুনুর রশিদ মামুন (৩৫) নামে একটি কোম্পানির বিক্রয় প্রতিনিধির মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যা ৭টায় নওগাঁ সদর উপজেলার বক্তারপুর এলাকায় এ ছুরিকাঘাতের ঘটনা ঘটে।

নিহত মামুনুর রশিদ মামুন সদর উপজেলার মাতাসাগর গ্রামের জুয়েল হোসেনের ছেলে।

মামুনুর রশিদ মামুন একটি কোম্পানির বিক্রয় প্রতিনিধি। প্রতিদিন সকালে ব্যাটারিচালিত অটোরিকশায় খাদ্য সামগ্রী নিয়ে বিভিন্ন দোকানে বিতরণ করেন। ওইদিনই বিকেলে আবার দোকানগুলো থেকে জিনিসপত্রের মূল্য হিসেবে টাকা দাম সংগ্রহ করে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে বক্তারপুর এলাকায় মোটরসাইকেল নিয়ে এসে দূর্বত্তরা পথরোধ করে শরীরে বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই করে চলে যায়।

শরীরের বিভিন্ন স্থানে বিশেষ করে হাতে-পায়ে ও বুকে গুরুত্বর জখম ছিল। স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে আসার পথে মামুনুর রশিদ মামুন মারা যান।

নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ডা. রাকিব হাসান বলেন, শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তবে বুকে ফুসফুসে গুরুত্বর আঘাতের কারণে মৃত্য হতে পারে। হাসপাতালে নিয়ে আসার আগেই তিনি মারা যান।

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন- ঘটনাটি তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।#

সর্বশেষ - রাজশাহীর খবর