সিল্কসিটিনিউজ বিনোদন ডেস্ক:
কিছুদিন আগে দ্বিতীয়বারের মতো পিপলস চয়েস অ্যাওয়ার্ডে সেরা ড্রামাটিক অভিনেত্রীর পুরস্কার জিতেছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। তার কয়েকদিন আগেই শুটিং সেটে দুর্ঘটনার শিকার হয়ে হাসপাতালে যেতে হয়েছিল এ অভিনেত্রীকে।
দুর্ঘটনার বর্ণনা দিয়ে প্রিয়াঙ্কা চোপড়া বলেন, ‘আমি যখন স্টান্ট করছিলাম তখন বৃষ্টি পড়ছিল অথবা তুষারপাত হচ্ছিল। আমি রাবারের বুট পরে ছিলাম এবং সেটিই বোকামি হয়েছিল। আমি অনেক স্টান্ট করেছি কিন্তু কখনো আঘাত পাইনি। কিন্তু আমার সহ অভিনয়শিল্পী একজনকে বাঁচাতে গিয়ে আমার পা পিছলে যায় এবং রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি গাড়ির বাম্পারের সঙ্গে আমার মাথায় আঘাত লাগে। আমাকে হাসপাতালে নেয়া হয় এবং মাথায় এক্স-রে করা হয়। তারপর আমি তিনদিন কাজ থেকে বিশ্রামে ছিলাম। এ সময় সোফায় বসে বসে অডিও বই শুনেছি। কারণ আমাকে টিভি দেখতে ও বই পড়তে বারণ করা হয়েছে।
এ আঘাতের ফলে তার পারফরম্যান্সে কোনো ব্যাঘাত ঘটবে কিনা, এমন প্রশ্নের জবাবে এ অভিনেত্রী বলেন, ‘না, মাত্র কয়েকদিন আমি বিশ্রামে ছিলাম। তারপরই সুস্থ হয়ে গেছি।’
সূত্র: রাইজিংবিডি