দুর্গাপুর পৌরসভার উপ নির্বাচনের তফসিল ঘোষণা কারা হয়েছে। তফসিল ঘোষনার বিষয়টি নিশ্চিত করেছেন দুর্গাপুর উপজেলা নির্বাচন অফিসার আসাদুজ্জামান। এই পৌরসভায় আগামী ১৬ নভেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। রবিবার সন্ধ্যায় জেলা সিনিয়র নির্বাচন অফিসার ও রিটানিং অফিসার আবুল হোসেন স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছেন।
গণবিজ্ঞপ্তি সূত্রে জানা যায় দুর্গাপুর পৌরসভার উপনির্বাচন অনুষ্ঠিত হবে আগামি ১৬ নভেম্বর। আর মনোনয়নপত্র দাখিলের শেষদিন ৩১ অক্টোবর, বাছাই ১ নভেম্বর, প্রত্যাহার ৬ নবেম্বর আর ভোটগ্রহণ ১৬ নভেম্বর। উল্লেখ্য গত ২১ আগস্ট মেয়র তোফাজ্জল হোসেন মারা গেলে আসনটি শূন্য হয়ে যায়।