শনিবার , ১৩ আগস্ট ২০১৬ | ৭ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

দুর্গাপুর দুইটি শিক্ষা প্রতিষ্ঠানের শেখ রাসেল ডিজিটাল ল্যাব উদ্বোধন

Paris
আগস্ট ১৩, ২০১৬ ১০:৩৩ অপরাহ্ণ

দুর্গাপুর প্রতিনিধি:

দুর্গাপুরে দুইটি শিক্ষা প্রতিষ্ঠানের শেখ রাসেল ডিজিটাল ল্যাব উদ্বোধন করা হয়েছে। শনিবার গণভবন থেকে ভিডিও কনফারেন্স-এর মাধ্যমে একযোগে সারা দেশের ২০০১টি শিক্ষা প্রতিষ্ঠানে স্থাপন করা শেখ রাসেল ডিজিটাল ল্যাব গুলোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

এর মধ্যে দুর্গাপুর ডিগ্রী কলেজ ও কাঁঠাল বাড়িয়া শহীদ আবুল কাশেম স্কুল এ্যন্ড কলেজ রয়েছে। শনিবার দুর্গাপুর ডিগ্রী কলেজের আয়োজনে অত্র কলেজ হলরুমে এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

উক্ত অনুষ্ঠানে দুর্গাপুর ডিগ্রী কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ আব্দুল আজিজের সভাপতিত্বে ও প্রভাষক আমিনুল হক টুলুর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দুর্গাপুর উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা আক্তরুন্নাহার,দুর্গাপুর পৌরসভার মেয়র তোফাজ্জল হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা লায়লা আখতার জাহান,দুর্গাপুর থানার (ওসি) রুহুল আলম, অত্র কলেজের পরিচালনা কমিটির সদস্য মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান ফিরোজ, পৌর আ.লীগের সাধারণ সম্পাদক আজাহার আলীসহ সকল শিক্ষক,শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা লায়লা আখতার জাহান সিল্কসিটি নিউজকে জানান, দুর্গাপুর ডিগ্রী কলেজ ও কাঁঠালবাড়ীয়া শাহীদ আবুল কাশেম স্কুল এ্যন্ড কলেজ ল্যাবে ১৬টি ল্যাপটপ ও টেবিল প্রদান করা হয়েছে।

স/অ

সর্বশেষ - রাজশাহীর খবর