দুর্গাপুর প্রতিনিধি:
দুর্গাপুর উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন ও কুশল বিনিময় করেছেন রাজশাহী-৫ (দুর্গাপুর-পুঠিয়া) আসনের সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আব্দুল ওয়াদুদ দারা।
শনিবার সকাল সন্ধ্যা পর্যন্ত হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলার পুরানতাহেরপুর গুনাজি পাড়া, রঘুনাথপুর, দাওকান্দি, আড়ইল, রাতুগ্রাম জয়কৃষ্ণপুরসহ উপজেলার বিভিন্ন পুজামন্ডপ পরিদর্শন করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, দুর্গাপুর উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, পৌরসভার মেয়র তোফাজ্জল হোসেন, উপজেলা আ.লীগের সাবেক সহসভাপতি একেএম শামসুল ইসলাম, যুগ্মসম্পাদক আবু ওবাইদা মাসুম, পৌর আ’লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান ফিরোজ, সাধারণ সম্পাদক আজাহার আলী, দুর্গাপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা আ.লীগের সাবেক কার্যনির্বাহী কমিটির সদস্য আমিনুল হক টুলু।
এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের সভাপতি শফিকুল ইসলাম মিঠু, সাধারণ সম্পাদক ছালিমুদ্দিন, পৌর যুবলীগের সভাপতি বেলাল হোসেন, সাধারণ সম্পাদক আবুল বাশার, উপজেলা ছাত্রলীগের সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক শরিফুজ্জামান শরিফ প্রমুখ।
উল্লেখ্য, এই উপজেলা মোট ২০টি স্থানে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।
স/আ