
দুর্গাপুর প্রতিনিধি:
রাজশাহী দুর্গাপুরে ঋণগ্রস্ত হওয়ায় এক ব্যক্তি আম বাগানে ডালের সাথে রশি পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেছেন। ওই ব্যক্তির নাম আবু বাক্কার (৫৫)। তিনি উপজেলার জয়নগর ইউনিয়নের দূর্গাদহ গ্রামের মৃত আলিমুদ্দিনের ছেলে।
মঙ্গলবার (২৬ এপ্রিল) সকালে দুর্গাপুর থানার পুলিশ তাঁর লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠান। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন হাসান বলেন, তাঁর পকেট থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। তাতে লেখা ছিল ঋণের জন্য তাকে অনেকেই চাপ দিচ্ছিল। আবু বাক্কারের পারিবারিক সূত্রে জেনেছি, তাঁর ২০থেকে ২৫লাখ টাকা ঋণ ছিল। সম্প্রতি পাওনাদাররা তাকে টাকা পরিশোধের জন্য চাপ দিচ্ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আবু বাক্কার ঋণগ্রস্ত হয়ে আত্মহত্যা করেছে। পুরো ঘটনা তদন্ত করা হচ্ছে।
জি/আর