ভারত তো বটেই ক্রিকেট ইতিহাসেরও অন্যতম সেরা উইকেটকিপার ব্যাটার মহেন্দ্র সিং ধোনি। তিনি উইকেটের পেছনে যেমন কার্যকর ছিলেন, তেমনি ব্যাট হাতেও ম্যাচের পরিস্থিতি অনুযায়ী ব্যাটিং করার সামর্থ ছিল। ধোনির মতোই উইকেটের পেছনে ও ব্যাট হাতে কার্যকর ধ্রুব জুরেল। তাইতো এই তরুণের মাঝে ধোনির ছায়া দেখছেন সুনীল গাভাস্কার।
ইংল্যান্ডের বিপক্ষে রাজকোট টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন জুরেল। সেই টেস্টে এক ইনিংসে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে ৪৬ রান করেছেন। আর রাঁচি টেস্টে পেয়েছেন প্রথম ফিফটির দেখা। একপ্রান্ত আগলে রেখে খেলেন ৯০ রানের গুরুত্বপূর্ণ ইনিংস।
ব্যাটিংয়ের মতোই উইকেটের পেছনেও নজর কাড়েন জুরেল। এই উইকেটকিপার প্রসঙ্গে গাভাস্কার বলেন, ‘অবশ্যই সে দারুণ ব্যাটিং করেছে, তবে তার কিপিং, স্টাম্পের পেছনে দায়িত্ব সামলানো সমানভাবে দুর্দান্ত। তার ম্যাচ সচেতনতার বিবেচনায় আমি বলতে চাই, সে আরেকজন এমএস ধোনি হওয়ার পথে আছে।’
‘জানি, আরেকজন এমএস ধোনি কখনও সম্ভব নয়। তবে তার যে উপস্থিত বুদ্ধি, ধোনি যখন খেলা শুরু করেছিল এমনই ছিল। জুরেলের মধ্যে সেই ম্যাচ সচেতনতা আছে।’-আরো যোগ করেন গাভাস্কার।