শুক্রবার , ১৩ জানুয়ারি ২০২৩ | ২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর
NBIU Spiring 2025 New Ad

দীর্ঘ ৯ মাস পর টেকনাফ-সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল শুরু

Paris
জানুয়ারি ১৩, ২০২৩ ৮:৩৭ অপরাহ্ণ

সিল্কসিটি নিউজ ডেস্ক:

দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টিনে দীর্ঘ ৯ মাস পর ৬১০ জন পর্যটক নিয়ে এমভি পারিজাত ও এমভি রাজহংস নামে দুটি জাহাজ নোঙর করেছে। শুক্রবার সকালে টেকনাফ দমদমিয়া জেটিঘাট হতে সেন্টমার্টিনের উদ্দেশ্যে টেকনাফ ত্যাগ করে। দুপুরে পর্যটকরা সেন্টমার্টিন ঘাটে পৌঁছলে তাদের ফুল দিয়ে স্বাগত জানান স্থানীয় ব্যবসায়ীরা।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান যুগান্তরকে জানান, সকাল সকাল দমদমিয়া জেটি ঘাটে এসেছি, সেন্টমার্টিনে যাওয়া পর্যটকরা কোনো প্রকার হয়রানির শিকার হচ্ছে কিনা, জাহাজগুলো অতিরিক্ত যাত্রীবহন করছে কিনা বা তারা সরকারের দেওয়া নির্দেশ মানছে কিনা, তা সরেজমিন তদারকি করেছি। তবে পর্যটকরা যেন পরিবেশ ও প্রতিবেশের ক্ষতি হয় এমন কোনো বস্তু দ্বীপে না নিয়ে যান, সেই বিষয়ে সবাইকে সচেতনতা তৈরি করা হয়েছে।

২০২২ সালের মার্চ মাসে বন্ধ হয়ে যায় জাহাজ চলাচল। পরে যথাসময়ে জাহাজ চলাচল শুরুর প্রারম্ভে মিয়ানমারের অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও নাফ নদের নাব্যতা সংকট দেখিয়ে জাহাজ চলাচলের অনুমতি দেয়নি সংশ্লিষ্ট প্রশাসন।

সূত্র: যুগান্তর