বৃহস্পতিবার , ২৬ জানুয়ারি ২০২৩ | ১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

দীপিকা-আলিয়ার পথেই কি হাঁটছেন শ্রাবন্তী?

Paris
জানুয়ারি ২৬, ২০২৩ ৮:৫৬ অপরাহ্ণ

সিল্কসিটি নিউজ ডেস্ক:

বলিউড ছেড়ে হলিউডের দিকে ঝুকেছেন দীপিকা পাড়ুকোন, আলিয়া ভাটের মতো তারকারা। মন্থরগতিতে হলেও সাফল্য পেয়েছেন তারা। সম্প্রতি ভারতীয় বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ‘কাবেরী অন্তর্ধান’ ছবিটি মুক্তি পেয়েছে। এর পরই বুধবার তাকে দেখা গেল ব্রিটিশ তারকার সঙ্গে। এখন গুঞ্জন শুরু হয়েছে তা হলে কি টালিউডের গণ্ডি পেরিয়ে হলিউডের পথে এই অভিনেত্রী?

আনন্দবাজার পত্রিকায় শ্রাবন্তী জানিয়েছেন ‘ইচ্ছে তো থাকেই, মনের মতো কাজের সুযোগ পেলে নিশ্চয়ই করতে পারি।’ পাশাপাশি নায়িকা এ-ও স্পষ্ট করে বলেন, ব্রিটিশ তারকা টম কুলস্টনের সঙ্গে কোনো ইংরেজি ছবিতে নয়, দেখা যাবে বাংলা ছবিতেই। সায়ন্তন ঘোষাল পরিচালিত ছবি ‘রবীন্দ্রনাথ কাব্য রহস্য’তে দেখা যাবে তাকে। সিরিয়াল কিলিংয়ের গল্পে আবর্তিত ছবির চিত্রনাট্য। শ্রাবন্তী ছাড়াও এ ছবিতে রয়েছেন প্রিয়াংশু চট্টোপাধ্যায়, ঋত্বিক চক্রবর্তী, বিদীপ্তা চক্রবর্তীর মতো তারকারা। গোটা শুটিংটাই হয়েছে লন্ডনে।

অন্যদিকে প্রিয়াংকা এখন রীতিমতো আন্তর্জাতিক তারকা। বলিউড অভিনেত্রীর তকমা খাটে না তার নামের পাশে। তেমন কোনো পরিকল্পনা কি রয়েছে টালিপাড়ার শ্রাবন্তীরও?।

সূত্র: যুগান্তর

সর্বশেষ - বিনোদন