ফেনীর মহিপালে দাঁড়িয়ে থাকা সুগন্ধা পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার (১৯ নভেম্বর) রাত ৮টার দিকে মহিপাল ফ্লাইওভারের উত্তরাংশে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে বাসের পুরো অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
বাসের চালক দাউদ বলেন, হরতালের কারণে সারাদিন বাস চালানো হয়নি। এখানে তালাবদ্ধ গাড়ি রেখে গেছি। এসে দেখি আগুনে সব শেষ হয়ে গেছে।
সুগন্ধা পরিবহনের দায়িত্বরত লাইনম্যান আমির হোসেন বলেন, আগুন লাগার মুহূর্তের মধ্যেই সব শেষ হয়ে গেছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। শুরুতে শ্রমিকরা আগুন নেভানোর চেষ্টা করলে প্রশাসনের লোকজন দুর্বৃত্ত মনে করে তাদের ধাওয়া করে। এতে বাসের আরও বেশি ক্ষতি হয়।
ফেনী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা আবদুল মজিদ বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়েছি। আগুনে বাসের ইঞ্জিন ছাড়া পুরো অংশ পুড়ে গেছে।
ফেনী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম চৌধুরী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নেভায়। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।