বৃহস্পতিবার , ১৩ জুন ২০২৪ | ১২ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

তৃতীয় দফায় ক্ষমতায় এসে প্রথম বিদেশ সফরে যাচ্ছেন মোদি

Paris
জুন ১৩, ২০২৪ ১২:১১ অপরাহ্ণ

সিল্কসিটি নিউজ ডেস্ক :

তৃতীয় দফায় ক্ষমতায় এসে প্রথম বিদেশ সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জি-৭-এর আমন্ত্রণে ২৪ ঘণ্টার সফরে ইতালি যাচ্ছেন তিনি। এ সফরে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠক করবেন নরেন্দ্র মোদি।

যুক্তরাষ্ট্র, কানাডা, ফ্রান্স, ইতালি, ব্রিটেন, জার্মানি ও জাপানকে নিয়ে এই জি-৭-এর পঞ্চাশতম অধিবেশন বসছে।

ভারতের পররাষ্ট্রসচিব বিনয় কোয়াত্রার কথায়, ধারাবাহিকভাবে তৃতীয় বার প্রধানমন্ত্রী হওয়ার পর এটা নরেন্দ্র মোদির প্রথম বিদেশ সফর। জি-৭ সম্মেলনে উপস্থিত বিভিন্ন বিশ্বনেতার সঙ্গে ভারত ও গ্লোবাল সাউথের জন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে কথা বলার সুযোগ হবে তার।

ভারতে গত বছর আয়োজিত জি-২০ সম্মেলনের সঙ্গে মোদির এই সফরকে সংযুক্ত করে কোয়াত্রা বলেন, গত বছর ভারতের নেতৃত্বে হওয়া জি-২০ সম্মেলনের ফলাফলকে এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগও পাবেন প্রধানমন্ত্রী জি-৭ বৈঠকে, যে বিষয়গুলো বিশ্বের অনুন্নত এবং দরিদ্র রাষ্ট্রগুলোর জন্য খুবই জরুরি।

গত বছর হিরোশিমায় জি-৭-এ যোগ দিয়েছিলেন মোদি। সেখানে পার্শ্ববৈঠকে তিনি দেখা করেছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে।

 

সর্বশেষ - আন্তর্জাতিক