বৃহস্পতিবার , ২৮ জুলাই ২০১৬ | ১লা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

তুরস্কে ৬১ মিডিয়া বন্ধ

Paris
জুলাই ২৮, ২০১৬ ৭:৫৬ পূর্বাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

সেনা অভ্যুত্থান চেষ্টার ঘটনার জের ধরে তুরস্কে ১৩০টিরও বেশি সংবাদমাধ্যম বন্ধ করে দিয়েছেন দেশটির  প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোগান।

 

দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে বাংলাদেশ সময় বুধবার (২৭ জুলাই) আন্তর্জাতিক সংবাদমাধ্যম রাতে এ তথ্য জানিয়েছে।বন্ধ গণমাধ্যমের মধ্যে ৪৫টি পত্রিকা ও ১৬টি টেলিভিশন চ্যানেল রয়েছে।

 

গত ১৫ জুলাই রাতে তুরস্কে সেনাবাহিনীর একটি অংশ অভ্যুত্থানের চেষ্টা করে। কিন্তু সেনাবাহিনীর সব অংশের সমর্থন না থাকায় এবং ক্ষমতাসীন দলের নেতাদের তৎপরতায় জনগণ রাস্তায় নেমে এলে বিদ্রোহী সেনাদের উদ্যোগ ভেস্তে যায়।

 

ব্যর্থ সেনা অভ্যুত্থান প্রচেষ্টার জন্য স্বেচ্ছা-নির্বাসনে যুক্তরাষ্ট্রে বসবাসরত ধর্মীয় নেতা ফেতুল্লাহ গুলেনকে দায়ী করেছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান।

 

তার দাবি, যুক্তরাষ্ট্রের আশ্রয়ে থাকা গুলেনই সেনা বিদ্রোহের হোতা। গুলেন দীর্ঘ দিন যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ায় থাকলেও, তুরস্কে তার প্রভাব আছে।

 

‘হিজমেত মুভমেন্ট’ নামের একটি জনপ্রিয় আন্দোলনের প্রধান গুলেন।

 

এদিকে ব্যর্থ অভ্যূত্থান চেষ্টার পর দেশটিতে দমন-পীড়ন চালিয়েছেন এরদোগান। এ ঘটনার পর থেকে এ পর্যন্ত সেনাসহ কয়েক হাজার মানুষকে আটক করা হয়েছে। এর মধ্যে রয়েছেন বিচারকসহ সাধারণ নাগরিকও।

সূত্র: বাংলা নিউজ