রবিবার , ২১ এপ্রিল ২০২৪ | ১৩ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

তীব্র দাবদাহে বরিশাল বিশ্ববিদ্যালয়ে অনলাইন ক্লাসের ঘোষণা, সশরীরে চলবে পরীক্ষা 

Paris
এপ্রিল ২১, ২০২৪ ৬:১০ অপরাহ্ণ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :

তীব্র দাবদাহের কারণে ২২ এপ্রিল (সোমবার) থেকে আগামী ৩০ এপ্রিল ( মঙ্গলবার) পর্যন্ত বরিশাল বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস অনলাইনে এবং পরীক্ষাসমূহ যথারীতি সশরীরে অনুষ্ঠিত হবে। এক জরুরি আলোচনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম।

রবিবার (২১ এপ্রিল) বিকাল ৪ টায় প্রকাশিত বিজ্ঞাপ্তিতে জানানো হয়,সারাদেশের উপর দিয়ে যে তীব্র তাপদাহ প্রবাহিত হচ্ছে তার প্রভাবে হিট স্ট্রোকসহ নানাবিধ স্বাস্থ্য ঝুঁকি তৈরি হয়েছে।

এ অবস্থায় বরিশাল বিশ্নবিদ্যালয়ের সকল ক্লাস আগামী ২২ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত অনলাইনে অনুষ্ঠিত হবে। উক্ত সময়ে অনুষ্ঠিতব্য সকল পরীক্ষাসমূহ যথারীতি চলমান থাকবে। ২১ এপ্রিল ২০২৪ তারিখ বিকাল ৩টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত একটি জরুরী সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বাস্থ্য ঝুঁকির বিষয়টি বিবেচনা করে এ সিদ্ধান্ত গ্রহণ করেছে কর্তৃপক্ষ। একইসাথে শিক্ষার্থীদের হল অথবা বাসায় থাকাসহ অন্যান্য প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনেরও পরামর্শ প্রদান করে কর্তৃপক্ষ।

উল্লেখ্য, ইস্টার সানডে, শব-ই-কদর ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ১৯ দিন বন্ধ ছিলো বরিশাল বিশ্ববিদ্যালয়। গত ৩১ মার্চ থেকে শুরু হয়ে ১৮ এপ্রিল পর্যন্ত এ ছুটি চলমান ছিলো। ১৯ তারিখ বন্ধ শেষ হলেও আজ ২১ এপ্রিল (রবিবার) বন্ধের পর প্রথম দিনের মতো ক্লাস কার্যক্রম চালু হওয়ার পর জরুরি আলোচনায় অনলাইন ক্লাসের ঘোষণা দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সর্বশেষ - জাতীয়