ঈশ্বরদী আবহাওয়া অফিসের সহকারী পর্যবেক্ষক নাজমুল হক রঞ্জন জানান, কয়েকদিন ধরেই পাবনায় ৪০ ডিগ্রি সেলসিয়াসের ওপর তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। শনিবার রেকর্ড করা হয়েছে ৪১.৬ ডিগ্রি সেলসিয়াস। এর আগে, এ বছর এতো তাপমাত্রা রেকর্ড হয়নি। ঈশ্বরদীসহ আশপাশের এলাকাজুড়ে তীব্র তাপপ্রবাহ বইছে। এ তাপমাত্রা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।
এদিকে তীব্র গরমে মানুষের হাঁসফাঁস অবস্থা। তীব্র এই তাপপ্রবাহে সব থেকে সবচেয়ে বেশি কষ্টে আছেন শ্রমজীবী মানুষ। জীবন-জীবিকার তাগিদে তীব্র রোদে কাজ করতে হচ্ছে খেটে খাওয়া মানুষদের। বাইরে বের হওয়ার সময় অনেকেই ছাতা নিয়ে বের হতে দেখো গেছে।
তবে হিটস্ট্রোক জনিত মৃত্যুর ঘটনার বিষয়ে পাবনা জেনারেল হাসপাতালে আবাসিক অফিসার ডা. জাহিদুল ইসলাম বলেন, এটি হিটস্ট্রোক জনিত মৃত্যু কি-না সেটি পরীক্ষা করে দেখে বলতে হবে। অসুস্থ হয়ে এক রোগী আমাদের হাসপাতালের জরুরি বিভাগে আসেন। ওই সময়ে দায়িত্বে থাকা চিকিৎসক তাকে প্রাথমিক পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেছেন।