সিল্কসিটিনিউজ ডেস্কঃ
ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ভালো খেলার পুরস্কার পেলেন বিজয়। তিন বছর পর তার নাম দেখা গেল জাতীয় দলে। আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরের ওয়ানডে এবং টি-টোয়েন্টি দলে সুযোগ পেয়েছেন এনামুল হক বিজয়। অনেকদিন পর জাতীয় দলের হয়ে রঙ্গিন পোশাকে বিজয়কে ওপেন করতে দেখা যেতে পারে।
বিজয় সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ২০১৯ সালের জুলাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বোর পি সারা ওভালে। সেই ওয়ানডেতে তিনি ২৪ বলে ১৪ রান করেন। এরপর তাকে আর জাতীয় দলে দেখা যায়নি। বিজয় সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছেন ২০১৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে মিরপুরে। তার আগের বছর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলেছেন সর্বশেষ টেস্ট।
এরপর এবারের ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) রান-বন্যা বইয়ে দেন বিজয়। গড়েন লিস্ট ‘এ’ মর্যাদা পাওয়ার পর ঢাকা প্রিমিয়ার লিগে এক আসরে সবচেয়ে বেশি রানের রেকর্ড। তিন সেঞ্চুরি ও আট ফিফটিতে বিজয়ের নামের পাশে ১০৪২ রান! এমন পারফর্মেন্সের পর তাকে জাতীয় দলে ফেরানোর দাবি ওঠে। তার পরিপূর্ণতা এলো বিজয়ের জাতীয় দলে সুযোগ পাওয়ার মধ্য দিয়ে।
ওয়ানডে : তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, ইয়াসির আলী চৌধুরী, মাহমুদ উল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত, কাজী নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, এবাদত হোসেন চৌধুরী, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, এনামুল হক বিজয়।
টি-টোয়েন্টি : মাহমুদ উল্লাহ রিয়াদ (অধিনায়ক), মুনিম শাহরিয়ার, লিটন দাস, এনামুল হক বিজয়, সাকিব আল হাসান, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহান, ইয়াসির আলী চৌধুরী, শেখ মেহেদী হাসান, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, শহিদুল ইসলাম, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন।
সুত্রঃ কালের কণ্ঠ