শনিবার , ১ জুন ২০২৪ | ১৪ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

তানোরে শিশু বলাৎকারের অভিযোগে যুবলীগ নেতা গ্রেপ্তার

Paris
জুন ১, ২০২৪ ৭:২৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর তানোরে মাছ ধরা এবং মোবাইল ফোনের লোভ দেখিয়ে ১৩ বছর বয়সী এক শিশুকে বলাৎকারের অভিযোগে যুবলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

তানোর উপজেলার কামারগাঁ ইউনিয়নের হরিপুর গ্রামে এ ঘটনা ঘটে। বলাৎকারের ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ করা হয়।

ওই অভিযোগের সূত্রধরে তানোর থানা পুলিশের চৌকস টিমের সাড়াশি অভিযানে পালানোর সময় শুক্রবার রাজশাহী রেলওয়ে স্টেশন এলাকা থেকে শিশু বলাৎকারকারি রুস্তম আলীকে আটক করে।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, তানোর উপজেলার কামারগাঁ ইউনিয়নের হরিপুর গ্রামের ইয়ার উদ্দিনের পুত্র ওয়ার্ড যুবলীগ নেতা রুস্তম আলী।

একই গ্রামের জনৈক ব্যক্তির পুত্রকে (১৩) মাছ ধরা এবং মোবাইল ফোনের লোভ দেখিয়ে ওই এলাকার এক মাঠের পুকুর পাড়ে নিয়ে বলাৎকারের সময় দৃশ্যটি মোবাইলে ভিডিও ধারণ করে। পরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেয়। বিষয়টি স্থানীয় মেম্বারের সহায়তায় থানায় অভিযোগ করে ভিক্টিমের পরিবার।

এব্যাপারে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম বলেন, ঘটনা সম্পর্কে অভিযোগ পেয়ে পুলিশের সাড়াশি অভিযানে পালানোর সময় শুক্রবার রাজশাহী রেলওয়ে স্টেশন এলাকা থেকে রুস্তম আলীকে আটক করে। পরে আইনি প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে জানান।

সর্বশেষ - রাজশাহীর খবর