তানোর প্রতিনিধি:
রাজশাহীর তানোরে ইমারত নিমার্নের অপরাধে ভ্রাম্যমান আদালতে রাসেল নামের এক ব্যাক্তির ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার সকালে উপজেলার পাঁচন্দর মোড়ে আদালতের নির্দেশ অমান্য করে সরকারী খাস জায়গায় ইমারত নিমার্ন কারার সময় নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসারের ভ্রাম্যমান আদালতে এ সাজা প্রদান করা হয়। তিনি উপজেলার মুণ্ডমালা পৌর এলাকার পাঁচন্দর গ্রামের সিদ্দিকুর রহমানে ছেলে।
পুলিশ ও সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, গত বুধবার সকাল থেকে পাঁচন্দর মোড়ে সরকারী খাস জায়গায় আদালতের নির্দেশ অমান্য করে রাসেল ইমারত নিমার্ণ করছিলেন। এমন সময় খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার তানোর থানা পুলিশকে সঙ্গে নিয়ে ঘটনা স্থলে উপস্থিত হয়ে রাসেলকে আটক করে।
পরে বেলা ১২ টার সময় ঘটনাস্থলেই নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার শওকাত আলী ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল ইসলাম জানান, আদালতের নির্দেশের জরিমানার টাকা পরিশোধ করায় তাকে ছেড়ে দেয়া হয়েছে। এবং জোরপূর্বক সরকারী জায়গায় এ ধারণের ইমারত নিমার্ণ করবেনা বলে আদালতে প্রতিশ্রুতি দিয়েছেন বলে জানান তিনি।
স/শ