বৃহস্পতিবার , ২২ ফেব্রুয়ারি ২০২৪ | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

তানোরে আ’লীগ কর্মী হত্যা মামলায় তিনজনকে গ্রেপ্তার দেখালো পুলিশ

Paris
ফেব্রুয়ারি ২২, ২০২৪ ৫:৪৯ অপরাহ্ণ

তানোর প্রতিনিধি:
রাজশাহীর তানোরে শহীদ মিনারে ফুল দিয়ে বাড়ি ফেরার পথে আ’লীগ কর্মী জিয়ারুল হকে (৪০) কুপিয়ে হত্যার ঘটনায় তানোর থানায় হত্যা মামলা হয়েছে। নিহতের বড় ভাই রবিউল ইসলাম বাদি হয়ে ১৫জনকে আভিযুক্ত করে একটি হত্যা মামলা করেছেন। সেই মামলায় পুলিশ তিন জনকে গ্রেপ্তার করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন, তালন্দ ইউনিয়নের লালপুর গ্রামের লুৎফর রহমানের ছেলে ফরহাদ আলী (৩৫), আলাউদ্দীনের ছেলে সোহান আলী (২১) ও আবুল হাসান মেম্বারের দ্বিতীয় স্ত্রী ফুলবানু সুমি (৩০)।
গতকাল বৃহস্পতিবার দুপুরে তিন জনকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মামলার এক নাম্বার আসামী তালন্দ ইউনিয়নের আ’লীগের সাধারণ সম্পাদক আবুল হাসান মেম্বারসহ অন্য আসামীরা গা ঢাকা দিয়েছে।

মামলার বাদি নিহতের বড় ভাই রবিউল ইসলাম বলেন, অমর একুশে ফেব্রুয়ারী মঙ্গলবার রাতে উপজেলা পরিষদ চত্বরে সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীসহ আ’লীগের নেতাদের সঙ্গে শহীদ মিনারে ফুল দিয়ে রাতে মোটরসাইকেল যোগে বিলশহর গ্রামে নিজ বাড়ি ফিরছিলো জিয়ারুল। বিলশহর গ্রামের মোকছেদের বাড়ির কাছে আবুল হাসান মেম্বার ও তার লোকজন আমার ভাইকে কুপিয়ে হত্যা করে। আমি এ হত্যাকান্ডের সুষ্ট বিচার চাই।

তানোর থানা অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) কর্মকর্তা এসআই মো: আনোয়ার হোসেন বলেন, মামলার তদন্তকারী কর্মকর্তা (এসআই) নজরুল ইসলাম আসামীদের নিয়ে আদালতে গেছেন। মামলার তদন্ত চলছে। অন্য আসামীদের গ্রেপ্তারের জোর চেষ্টা চলছে।

প্রসঙ্গ, ২০ ফেব্রুয়ারী রাতে তানোর উপজেলা পরিষদ চত্বরে শহীদ মিনারে ফুল দিয়ে বাড়ি ফেরার পথে আ’লীগ কর্মী জিয়ারুল হকে দুর্বৃত্তরা রাতের আধারে বিলশহর গ্রামের পাঁকা রাস্তার উপর তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। পুলিশ বিলশহর গ্রাম থেকে ক্ষতবিক্ষত জিয়ারুল হকের লাশ উদ্ধার করেন।

সর্বশেষ - রাজশাহীর খবর