নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী কাজিহাটা নিবাসী মরহুম অধ্যাক ডা গোলাম মাওলা চৌধুরী সহধর্মিনী এবং গোলাম মারুফ চৌধুরীর মাতা মিসেস শামসুজ্জাহান চৌধুরী ইন্তেকাল করেছেন। বুধবার (১৮ মে) সকাল ১১ টায় রাজশাহী সিডিএম হাসপাতলে তিনি মৃত্যুবরণ করেন। মুত্যকালে তিনি দুই ছেলে, নাতি, নাতনিসহ অসংখ্য গ্রণগ্রাহী রেখে গেছেন।
বুধবার এশার নামাজ শেষে নগরীর গভ. ল্যাবরেটরি হাই স্কুল মাঠে জানাযা অনুষ্ঠিত হয়। এরপর হেতেম খাঁ কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে।
উল্লেখ্য, মরহুমা শামসুজ জাহান চৌধুরী ১৯৪৩ সালে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ইংরেজি ও রাষ্ট্রবিজ্ঞানে এম.এ করেন। এছাড়াও এমএড ও ডিপ্লোমা লাইব্রেরী সায়েন্স ডিগ্রী লাভ করেন। তিনি রাজশাহী সরকারি পিএন গার্লস হাই স্কুল ও ঢাকা গুরুগৃহ স্কুলে শিক্ষকতা করেন।
জি/আর