পুঠিয়া প্রতিনিধি :
রাজশাহীর পুঠিয়ায় বিকাশ প্রতারক চক্রের দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার ইউনিয়নের ধনঞ্জয়পাড়া এলাকার নজরুল ইসলামের ছেলে রুবেল (২৬) ও জিউপাড়া ইউনিয়নের হাজীপাড়া গ্রামের মোকছেদ আলীর ছেলে রাসেল আলী (২৮)।
বৃহস্পতিবার (০১ আগস্ট) উপজেলার ঝলমলিয়া বাজারে মা ট্রেডার্সের মালিক জুবায়ের রহমান সুইটের বিকাশের দোকানে এই ঘটনাটি ঘটে। পরে প্রতারকচক্রটিকে পুঠিয়া থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ধনঞ্জয়পাড়ার রুবেল সে (বিসিএস) পড়ুয়া ছাত্র ও জিউপাড়ার এলাকার রাসেল পেশাদার ভ্যানচালক। তবে অনেকের ধারণা এই দুই জনের পেশাগত প্রতারনা করে চলে।
এ বিষয়ে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ সাইদুর রহমান বলেন, এত বড় একটা ক্রাইম অথচ কোন এক কারণে বাদি পক্ষ এবং আসামিপক্ষ বিষয়টা মিমাংসা করে নেয় এবং এ বিষয়ে কোন অভিযোগ করবে না বলে থানায় লিখিত দিয়ে যাই পক্ষ বাদী। আমরা আসামিদের আমাদের কাছে রেখেছি এবং গত শুক্রবার কোর্টের প্রেরণ করেছি।