লালপুর প্রতিনিধি :
নাটোরের লালপুরে ট্রেনে কাটা পড়ে বিশাল (২৪) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (৪ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৫ টার দিকে আঙ্গারিপাড়া রেলগেটের অদূরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বিশাল ঈশ্বরদী উপজেলার আরামবাড়িয়া গ্রামের কবিরের ছেলে।
স্থানীয় সূত্রে জানাযায় বিকেলে বিশাল মোবাইল ফোনে কথা বলতে বলতে রেললাইন দিয়ে হাঁটছিলেন । এসময় খুলনা থেকে চিলাহাটিগামী রকেট মেইল ট্রেনের নিচে কাটা পড়ে তার মৃত্যু হয়। আঙ্গাড়ীপাড়া গেট কিপার জামিল হোসেন জানান , বিকালে আপ লাইনে ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস ও ডাউন লাইনে রকেট মেইল ট্রেন আঙারিপাড়া রেলগেট এলাকা অতিক্রমের সময় বিশাল মোবাইলে কথা বলতে বলতে রেললাইন দিয়ে হাঁটতে হাঁটতে তার জমি দেখতে যাচ্ছিল।
আলাপে মগ্ন থাকায় ট্রেনের হুইসেল বাঁজতে থাকলেও রেললাইন থেকে সরে না দাঁড়ানোর কারণে চিলাহাটিগামী রকেট মেইল ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করে ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, এঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।