সিল্কসিটিনিউজ ডেস্ক :
নরওয়ের রাজধানী অসলোতে মঙ্গলবার একটি বাণিজ্যিক এলাকায় ট্রাম লাইন থেকে ছিটকে পার্শ্ববর্তী একটি ফোন ও কম্পিউটারের দোকানে ঢুকে পরে। এ ঘটনায় চারজন আহত হওয়ার কথা জানিয়েছে পুলিশ।
দোকানটির ব্যাপক ক্ষতি হলেও কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। ট্রামের চালক ও আরো তিনজন সামান্য আহত হয়েছে।
জানা গেছে, ট্রামটি লাইন থেকে ছিটকে পার্শ্ববর্তী একটি অ্যাপলের শোরুমে বেশ জোরে ধাক্কা খায়। ঘটনার আকস্মিকতায় সেখানে উপস্থিত পথচারীরা হতবাক হয়ে যায়।
সেখানকার পুলিশ অপারেশনের প্রধান অ্যান্ডার্স রনিং বার্তা সংস্থা এএফপিকে জানান, এ দুর্ঘটনায় ট্রামের ভেতরে থাকা তিনজন ও বাইরে একজন আহত হয়েছে। তবে আহতদের কারো আঘাতই গুরুতর নয়।
পুলিশ প্রাথমিকভাবে ট্রামে কমপক্ষে ২০ জন যাত্রী থাকার কথা জানিয়েছিল। তবে জরুরি পরিষেবার উদ্ধারকর্মীরা পৌঁছনোর আগেই কিছু যাত্রী দুর্ঘটনাস্থল থেকে চলে যায়।
ক্ষতিগ্রস্ত দোকানটিকে ফাঁকা করা হয়েছে। তবে উদ্ধারদলের কর্মকর্তারা বলেছেন, বিশেষজ্ঞরা ভবনটির দেয়ালের স্থিতিশীলতা নির্ধারণ না করা পর্যন্ত ট্রামটি সেখান থেকে সরানো হবে না।
দুর্ঘটনার সম্ভাব্য কারণ
একজন প্রত্যক্ষদর্শী দৈনিক সংবাদপত্র ভার্ডেনস গ্যাংকে বলেছেন, দৃশ্যটি ছিল অবিশ্বাস্য। আন্দ্রে নরহেইম বলেন, ‘যদি সবাই এই দুর্ঘটনা থেকে অক্ষত অবস্থায় বেরিয়ে আসে, তার মানে কেউ আমাদের ওপর নজর রাখছে। কারণ এটি একটি শক্তিশালী দুর্ঘটনার হালকা আভাস দিয়েছে।’
দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্তকারী সংস্থা নরওয়েজিয়ান সেফটি অথরিটির সহায়তার জন্য অপেক্ষা করছে। তবে অতিরিক্ত গতির কারণে দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে—এমন ধারণা থেকে পুলিশ ট্রামটির চালককে আনুষ্ঠানিকভাবে সন্দেহভাজন ঘোষণা করেছে।
অসলোর ট্রাম ও সাবওয়ে ট্রেনের অপারেটর স্পোরভিয়েনের তথ্য অনুযায়ী, শহরের ট্রামব্যবস্থা বছরে প্রায় পাঁচ কোটি যাত্রী বহন করে থাকে।
সূত্র: কালের কণ্ঠ