সিল্কসিটিনিউজ ডেস্ক:
মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনে জয়ের পথে আরও এগিয়ে গেছেন ডোনাল্ড ট্রাম্প। শেষ খাবার পাওয়া পর্যন্ত তিনি পেয়েছেন ১৯৮ ইলেক্ট্রােরাল ভোট। তার প্রতিদ্বন্দ্বিক কমালা হ্যারিস পেয়েছেন ১১২ টি। প্রেসিডেন্ট পদে জয়ের জন্য ডোনাল্ড ট্রাম্পের প্রয়োজন আর মাত্র ৭২ টি ইলেক্ট্রোরাল। সেখানে কমালা হয়ে দেশের প্রয়োজন ১৫৮ টি। সে হিসেবে কমালা হ্যারিস অনেক বেশি পিছিয়ে রয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে।
আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগণনা চলছে। রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্র্যাট কমলা হ্যারিসের হাড্ডাহাড্ডি লড়াই দিয়ে শুরু হয় নির্বাচন। তবে গণনা যত এগোচ্ছে প্রাথমিক প্রবণতায় ততই কমলাকে পিছনে ফেলছেন ট্রাম্প। তা হলে কি বুথফেরত সমীক্ষাকে ‘ভুল’ প্রমাণ করতে চলেছেন ট্রাম্প? প্রাথমিক প্রবণতায় অন্তত তেমনই ইঙ্গিত করছে। যদিও ফলাফল যে কোনও মুহূর্তে ঘুরতে পারে বলেও মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকেরা।