শুক্রবার , ২৯ নভেম্বর ২০২৪ | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর
NBIU Spiring 2025 New Ad

ট্রাম্পকে বুদ্ধিমান ও অভিজ্ঞ রাজনীতিবিদ বলে প্রশংসা করলেন পুতিন

Paris
নভেম্বর ২৯, ২০২৪ ৭:৫১ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বুদ্ধিমান ও অভিজ্ঞ রাজনীতিবিদ বলে প্রশংসা করেছেন। পুতিন আশা প্রকাশ করেছেন, ইউক্রেনের যুদ্ধ নিয়ে সমস্যা সমাধানে ট্রাম্প সক্ষম হবেন।

কাজাখস্তানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় পুতিন বলেন, বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন ট্রাম্পের জন্য ‘অতিরিক্ত জটিলতা’ তৈরি করছেন। উল্লেখ্য, বাইডেন ইউক্রেনকে দীর্ঘ-পাল্লার মার্কিন মিসাইল ‘এটিএসিএমএস’ ব্যবহার করার অনুমতি দিয়েছেন, যা রাশিয়ার ভেতরকার গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো লক্ষ্য করে আঘাত হানতে সক্ষম।

গত বুধবার মস্কো ইউক্রেনের শক্তি অবকাঠামোতে ব্যাপক হামলা চালায়, এরপর পুতিন ইউক্রেনের বিরুদ্ধে পারমাণবিক বোমা বহনে সক্ষম মিসাইল ‘ওরেশনিক’ ফের ব্যবহার করার কথাও বলেছেন। এ সময় তিনি জানান, ইউক্রেনের সামরিক ও শিল্প স্থাপনাগুলোর পাশাপাশি সিদ্ধান্ত গ্রহণকারী কেন্দ্রগুলোও ভবিষ্যৎ হামলার লক্ষ্যবস্তু হতে পারে।

বাইডেনের সিদ্ধান্ত মস্কো এবং ওয়াশিংটনের মধ্যে ভবিষ্যতের সম্পর্কের ওপর প্রভাব ফেলবে কি না এমন প্রশ্নের জবাবে পুতিন বলেন, জানুয়ারিতে ট্রাম্প দায়িত্ব নেওয়ার পরে পরিস্থিতির উন্নতি হতে পারে।

তিনি বলেন, ‘যতদূর আমি কল্পনা করতে পারি, নবনির্বাচিত প্রেসিডেন্ট একজন বুদ্ধিমান এবং বেশ অভিজ্ঞ ব্যক্তি।

আমি মনে করি তিনি একটি সমাধান খুঁজে বের করবেন।’ বিদায়ী বাইডেন প্রশাসনের সঙ্গে রাশিয়ার সম্পর্ক খারাপ থাকলেও ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর তা উন্নত হওয়ার সম্ভাবনা রয়েছে।

ট্রাম্প ইউক্রেনের যুদ্ধ ‘২৪ ঘন্টার মধ্যে’ শেষ করার প্রতিশ্রুতি দিয়েছেন, তবে সেটা কীভাবে তা তিনি জানানি। বুধবার ট্রাম্প জেনারেল কিথ কেলগকে যুদ্ধরত দেশগুলোর বিশেষ দূত হিসেবে মনোনীত করার পর পুতিনের এমন মন্তব্য সামনে এসেছে।

কাজাখস্তানের রাজধানী আস্তানায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পুতিন বলেন, ‘নির্বাচনী প্রচারণার সময় তাকে (ট্রাম্প) দুইবার হত্যার চেষ্টা করা হয়েছিল। ট্রাম্প হোয়াইট হাউসে ফিরে আসতে গিয়ে ‘গুরুতর পরীক্ষা’ দিয়েছে।’

গত জুলাই মাসে পেনসিলভেনিয়ায় প্রথম চেষ্টায় আহত হন ট্রাম্প। পরে সেপ্টেম্বরে আরেকটি ঘটনায় ফ্লোরিডায় এক ব্যক্তি ট্রাম্পের গলফ মাঠে অস্ত্রসহ আটক হন। তখনও ট্রাম্পকে হত্যার চেষ্টা করা হয়।

পুতিন বলেছেন, ‘ট্রাম্পকে হত্যার চেষ্টা করা হয়েছে একাধিকবার এবং অসভ্য উপায়ে।’ তিনি আশঙ্কা করছেন, ‘নির্বাচিত প্রেসিডেন্ট বর্তমানে নিরাপদ নয়।’ নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্পের পরিবারের সদস্য ও সন্তানদের সমালোচনার বিষয়টিও ‘ঘৃণ্য’ বলে আখ্যায়িত করেছেন।

সূত্র: সিএনএন