শনিবার , ২ নভেম্বর ২০২৪ | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর
NBIU Spiring 2025 New Ad

ট্রাম্পকে নিজের নির্বাচন নিয়ে চিন্তা করতে বললেন বিএনপি নেতা

Paris
নভেম্বর ২, ২০২৪ ৬:৪৫ পূর্বাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন বলেছেন, ‘আপনাকে (ডোনাল্ড ট্রাম্প) বাংলাদেশ নিয়ে চিন্তা করতে হবে না। আপনার ৫ নভেম্বর নির্বাচন নিয়ে চিন্তা করেন। বাংলাদেশের মানুষ বাংলাদেশ নিয়ে চিন্তা করবে।’ এ সময় বাংলাদেশ নিয়ে কথা বলে হিন্দু কিছু ভোট নিজের বাক্সে নেওয়ার পরিকল্পনা বলেও মন্তব্য করেন তিনি।

শুক্রবার (১ নভেম্বর) সিলেটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাংলাদেশ নিয়ে করা মন্তব্য প্রসঙ্গে এসব কথা বলেন এ জেড এম জাহিদ হোসেন।

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে ডা. জাহিদ হোসেন বলেন, ‘জনগণের ক্ষমতা জনগণের হাতে দ্রুততম সময়ে ফিরিয়ে দিন। সেটা প্রলম্বিত করলে মহাসংকটের মধ্যে পড়বেন। জনগণের চোখের ভাষা বুঝতে হবে। জনগণ কী চায়, তা না বুঝে চললে হবে না। জনগণের বিষয়টি মাথায় নিয়েই এগোতে হবে।’

তিনি বলেন, ‘আমরা বলেছি আপনাদের সহযোগিতা করবো কিন্তু অনির্দিষ্টকালের জন্য নয়। কোনও অজুহাতে কোনও প্রক্রিয়াকে প্রলম্বিত করার চেষ্টা করা হলে জনগণ তা সহ্য করবে না।’

বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সিলেট জেলার আহ্বায়ক ডা. শামীমুর রহমানের সভাপতিত্বে ও সদস্যসচিব ডা. শাহনেওয়াজের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, আরিফুল হক চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সভাপতি মিফতা সিদ্দিকী, জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি ডা. নাজমুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম প্রমুখ।

উল্লেখ্য, বৃহস্পতিবার এক এক্স (সাবেক টুইটার) পোস্টে মার্কিন রিপাবলিকান পার্টির প্রেসিডেন্টপ্রার্থী ট্রাম্প লেখেন, ‘আমি বাংলাদেশে হিন্দু, খ্রিষ্টান ও অন্যান্য সংখ্যালঘুদের ওপর বর্বরোচিত সহিংসতার তীব্র নিন্দা জানাচ্ছি। দেশটিতে দলবদ্ধভাবে তাদের ওপর হামলা ও লুটপাট চালানো হচ্ছে। বাংলাদেশ এখন পুরোপুরিভাবে একটি বিশৃঙ্খল অবস্থার মধ্যে রয়েছে।’

এ বিষয়ে এক প্রতিক্রিয়ায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ‘স্বার্থান্বেষী গোষ্ঠীগুলো সাময়িকভাবে বিজয়ী হতে পারে। কিন্তু দ্রুতই তারা এটা বুঝতে পারবে যে তাদের বক্তব্যের কোনও সারবত্তা নেই। সামাজিকমাধ্যমে টাকা ঢেলে বক্তব্য ছড়িয়ে বা নিউইয়র্কের গণপরিবহনব্যবস্থা ও ভ্যানে ব্যানার টাঙিয়ে তাদের কোনও কাজে আসবে না।’

 

সূত্র: বাংলা ট্রিবিউন