বৃহস্পতিবার , ১৮ আগস্ট ২০১৬ | ৭ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

টিভি উপস্থাপক মোটা হওয়ায় বরখাস্ত

Paris
আগস্ট ১৮, ২০১৬ ৮:১৬ পূর্বাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

মিশরের রাষ্ট্রীয় টেলিভিশনের আটজন নারী উপস্থাপকেক সাময়িক বরখাস্ত করা হয়েছে। সেইসাথে তাদের ওজন কমানোর নির্দেশ দিয়েছে প্রতিষ্ঠানটি।

ইজিপশিয়ান রেডিও অ্যান্ড টেলিভিশন ইউনিয়ন এই নারীদের ‘ডায়েট কন্ট্রোল’ করে চিকন হওয়ার জন্য একমাস সময় দিয়েছে।

 

বিষয়টি নারী অধিকার কর্মীদের সোচ্চার করে তুলেছে।

 

প্রতিষ্ঠানটির ভাষায় তাদেরকে টিভির জন্য ‘উপযুক্ত চেহারা’ নিয়ে তারপর আসতে বলা হয়েছে। সেখানকার একটি ওয়েবসাইটে এ খবর এসেছে। প্রতিষ্ঠানের পরিচালক পদে আছেন স্বয়ং একজন নারী ।সাফা হেগাজি নামে ওই নারী নিজে রাষ্ট্রীয় টেলিভিশনের একজন উপস্থাপক ছিলেন।

160817165459_egypt_tv_640x360_ertu_nocredit

এই ঘোষণা উপস্থাপকদের মাঝে তীব্র প্রতিক্রীয়া তৈরি করেছে।

খাদিজা খাত্তাব নামে বাদপড়া একজন উপস্থাপক দর্শকদের আহ্বান জানিয়ে বলেছেন, তার সাম্প্রতিক টেলিভিশন অনুষ্ঠান দেখতে এবং তিনি আসলেই ‘মোটা’ কিনা তা যাচাই করে তাকে কাজ থেকে বাদ দেয়া উচিত কি-না সেই মতামত দিতে বলেছেন।

 

মেয়েদের অধিকার বিষয়ক একটি সংগঠন একে দেখছে নারীদের প্রতি সহিংসতার একটি ধরণ হিসেবে।

 

গণমাধ্যম সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, প্রতিষ্ঠানটির উচিত কেমন দেখাচ্ছে তার দিকে মনোযোগ না দিয়ে কি প্রচার করা হচ্ছে সেদিকে নজর দেয়া।

সূত্র: বিবিসি বাংলা

সর্বশেষ - আন্তর্জাতিক