মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী-ঢাকা সড়কে ফাটল দেখা দিয়েছে। উপজেলার থানা ও ভূমি অফিসসংলগ্ন টঙ্গীবাড়ী-ঢাকা সড়কে ২০ থেকে ৩০ ফুট অংশ বড় ধরনের ফাটল দেখা দিয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন টঙ্গীবাড়ী উপজেলার ১৩টি ইউনিয়নের লক্ষাধিক মানুষ।
সোমবার সরেজমিন গিয়ে দেখা যায়, টঙ্গীবাড়ী-ঢাকা সড়কটিতে বড় ধরনের ফাটল দেখা দিয়েছে। লাল কাপড় দিয়ে নিশানা দেয়া রয়েছে সড়কটিতে। সড়কের একপাশ দিয়ে যানবাহন চলাচল করে ওপর পাশ সম্পূর্ণ বন্ধ রয়েছে।
সড়কটি ফাটল ধরার কারণে যানবাহনে থাকা যাত্রী নামিয়ে ঝুঁকি নিয়ে ওই অংশ অতিক্রম করছেন যানবাহন চালকরা। অতিক্রমের পরে আবার তারা যাত্রী তোলেন যানবাহনে।
স্থানীয় বাসিন্দা ইসাহাক জানান, ৮ দিন হয়ে গেল কেউ সড়কটির খোঁজ নিল না। ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে এ ফাটল সড়কটি দিয়ে। দ্রুত সড়কটি সংস্কার না হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
যাত্রী মজিদ খান জানান, যেভাবে সড়কটি ফাটল দেখা দিয়েছে। ভারী কোনো যানবাহন চলাচল একদম ঝুঁকিপূর্ণ। দ্রুত সময়ের মধ্যে সড়কটি সংস্কার না হলে বড় ধরনের দুর্ঘটনা হতে পারে।
এ বিষয়ে জেলার সড়ক ও জনপথ নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা জানান, ফাটল সড়কটি সংস্কার করা হবে।
সূত্রঃ যুগান্তর