মঙ্গলবার , ১২ নভেম্বর ২০২৪ | ৩০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

টক ঝাল মিষ্টি কুলের আচার রেসিপি

Paris
নভেম্বর ১২, ২০২৪ ৯:০০ পূর্বাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

টক ঝাল মিষ্টি কুলের আচার

উপকরণ
৩ কাপ টোপা কুল
২ কাপ ঝোলা গুড়
১ চা চামচ হলুদ গুঁড়ো
১/২ চা চামচ লবণ
১.৫ টেবিল চামচ ভাজা মশলা (ধনে,জিরে,মৌরি, শুকনো লাল লঙ্কা,মেথি)
১ চা চামচ পাঁচফোড়ন
২ টেবিল চামচ সরষের তেল
২ টি গোটা তেজ পাতা
৪ টে গোটা শুকনো লাল লঙ্কা

প্রস্তুত প্রণালী

👉প্রথমে টোপা কুলের বোঁটা ছাড়িয়ে নিয়ে দুই দিন রোদে শুকিয়ে নিবেন। দুই দিন পর কুল ভালো করে ধুয়ে নিয়ে ফাটিয়ে নিবেন।
লবণ ও হলুদ গুঁড়ো মাখিয়ে নিয়ে এক বেলা রেখে দিবেন। ( অল্প রোদে রাখলে ভালো হয়)

👉 উপকরণ গুলি হাতের কাছে নিন। গ্যাস ওভেনে, একটা ফ্রাইং প্যানে সব মশলা দিয়ে ,ভালো করে নেড়ে চেড়ে গরম করে নিয়ে মিক্সিতে গুঁড়িয়ে নিন।

👉এবার কড়াই চুলায় বসিয়ে, কড়াই গরম হলে তেল ঢেলে দিন। তেল গরম হলে গোটা তেজপাতা,পাঁচ ফোড়ন, গোটা লাল লঙ্কা দিয়ে দিন। ফোড়নের গন্ধ বেরোলে কুল গুলো দিয়ে দিন ।

👉ভালো করে নেড়ে চেড়ে তেলে কষে নিন। তারপর গুড় দিয়ে নেড়ে চেড়ে দিন, এবারে ৫ মিনিট পরে ভাজা মশলা দিয়ে , ভালো করে মিশিয়ে নিন। আঁচ কমিয়ে দিয়ে, ঢাকনা বন্ধ করে দিন।

👉কুলের সুগন্ধ ভেসে এলে, ভালো করে আবার মিশিয়ে নিয়ে ঢাকনা বন্ধ করে দিন। আবারও ঢাকা খুলে নাড়তে থাকুন।
নাড়তে নাড়তে মাখা মাখা হয়ে এলে নামিয়ে নিন।

👉 এবারে ঠাণ্ডা হতে দিন। ঠান্ডা হয়ে গেলে অন্য একটি পাত্রে বা কাচের যারে ঢেলে নিবেন। আচারে কড়া পাক দিলে বেশি দিন ভালো থাকে। ( মাঝে মাঝে রোদে দিয়ে রাখবেন আচারের বয়াম টাকে, তাহলে আচার অনেকদিন ভালো থাকবে)