শুক্রবার , ২ সেপ্টেম্বর ২০১৬ | ১৮ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

ঝিনাইদহে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত

Paris
সেপ্টেম্বর ২, ২০১৬ ৮:৩৯ পূর্বাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত হয়েছেন।

 

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার পিরোজপুর কড়াইতলায় এ ঘটনা ঘটে।

 

বন্দুকযুদ্ধে নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।

 

পুলিশ সূত্রে জানা যায়, গতকাল দিবাগত রাতে ঝিনাইদহ-যশোর সড়কের পিরোজপুর কড়াইতলায় গাছ ফেলে ডাকাতির প্রস্তুতি চলছে বলে খবর পায় পুলিশ। এর ভিত্তিতে কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সুকুমারের নেতৃত্বে টহল পুলিশের একটি দল সেখানে যায়। এ সময় পুলিশকে লক্ষ্য করে ডাকাতরা দুটি হাতবোমা নিক্ষেপ করে। পাল্টা ব্যবস্থা হিসেবে পুলিশ ১৭টি গুলি চালায়। ১৩ মিনিট ধরে চলা এ বন্দুকযুদ্ধে  এক ডাকাত গুলিবিদ্ধ হয়। পরে তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আমিনুল ইসলাম বলেন, বন্দুকযুদ্ধে পুলিশের দুই কনস্টেবল আহত হয়েছেন। তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

 

ওসি আরো জানান, বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে একটি শাটার গান, একটি গুলি ও পাঁচটি হাতবোমা পাওয়া যায়।

সূত্র: এনটিভি

সর্বশেষ - অপরাধ ও দুর্নীতি