শুক্রবার , ১৪ অক্টোবর ২০১৬ | ১৬ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

ঝিনাইগাতীতে হাতির আক্রমণে নিহত ৩

Paris
অক্টোবর ১৪, ২০১৬ ১:১৫ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

শেরপুরের ঝিনাইগাতীতে বন্যহাতির আক্রমণে এক গৃহবধূসহ তিনজনের মৃত্যু হয়েছে।

 

বৃহস্পতিবার রাত ৯টায় উপজেলার কাংশা ইউনিয়নের সীমান্তবর্তী গ্রামে এ ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন- উপজেলার কাংশা ইউনিয়নের পানবর গ্রামের সুন্নত আলীর স্ত্রী আয়তুন্নেছা (৪৫) এবং পাশের দুধনই গ্রামের আব্দুল হাই (৫০) ও কালা জহুরুল (৫৫) নামে দুই কৃষক।

 

এ সময় বন্যহাতির তা-বে বেশ কয়েকটি ঘরবাড়ি ভাঙচুর ও কমপক্ষে পাঁচজন আহত হয়েছে।

 

প্রত্যক্ষদর্শী ও বন বিভাগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ৯টায় উপজেলার কাংশা ইউনিয়নের সীমান্তবর্তী গ্রামে একদল বন্যহাতি মাঠের ধান ক্ষেতে আসে। এ সময় গ্রামবাসী বন্যহাতি তাড়াতে মশাল জ্বালিয়ে লাঠিসোটা নিয়ে হাতির দলকে তাড়া করে। বন্যহাতির দল গ্রামবাসীর তাড়া খেয়ে আরো বেপরোয়া হয়ে পানবর ও গুরুচরণ দুধনই গ্রামের ঘরবাড়িতে তা-ব চালিয়ে ভাঙচুর চালায়। একপর্যায়ে হাতির আক্রমণে উল্লিখিত তিনজন নিহত এবং কমপক্ষে পাঁচজন আহত হয়।

 

ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সেলিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয় বাসিন্দাদের নিয়ে বন্যহাতির তা-ব মোকাবেলা না করতে পারায় শেরপুর থেকে দমকল বাহিনীকে তলব করা হয়েছে। হাতির দল আবার হামলা চালাতে পারে বলে সীমান্তের গ্রামবাসীরা আতঙ্কে রয়েছে।

সূত্র:রাইজিংবিডি

সর্বশেষ - জাতীয়