বুধবার , ২৭ জুলাই ২০১৬ | ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

‘জাহাজ বাড়ি’ পাহারায় পুলিশের নির্ঘুম রাত

Paris
জুলাই ২৭, ২০১৬ ৮:৩৩ পূর্বাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

রাজধানীর কল্যাণপুরে জঙ্গিদের বিরুদ্ধে ‘অপারেশন স্টর্ম টোয়েন্টি সিক্স’ পরিচালনার পর বাড়িটিকে ‘সিল’ করে সার্বক্ষণিক পুলিশ পাহারা বসানো হয়েছে।

 

মঙ্গলবার (২৬ জুলাই) দিনগত রাত দেড়টার দিকে ‘জাহাজ বাড়ি’ নামে পরিচিত এ বাড়ির সামনে গিয়ে দেখা যায়, উল্লেখযোগ্য সংখ্যক পুলিশ সদস্য বাড়িটি ও আশপাশে পাহারা দিচ্ছেন।

 

কর্তব্যরত পুলিশ কর্মকর্তা শফিক বলেন, বাড়িটি সিল করে রাখা হয়েছে। পাশাপাশি সার্বক্ষণিক পাহারার ব্যবস্থা করা হয়েছে।

 

কল্যাণপুরের পাঁচ নম্বর সড়কের গার্লস হাই স্কুলের পাশের এ বাড়িটির নাম তাজ মঞ্জিল। ছয় তলা ওই ভবনটি ‘জাহাজ বাড়ি’ নামে পরিচিত। ভবনের পঞ্চম তলায় জঙ্গিরা আস্তানা গেড়েছিল বলে পুলিশ জানায়।

 

এর আগে, জঙ্গির আস্তানা রয়েছে এমন তথ্যের ভিত্তিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সোমবার মধ্যরাতের পর বাড়িটি ঘেরাও করে রাখে। পরে ভোর ৫টা ৫১ মিনিটে সোয়াট বাহিনীর নেতৃত্বে ‘অপারেশন স্টর্ম টোয়েন্টি সিক্স’ নামে মূল অভিযান চ‍ালানো হয়।

 

এক ঘণ্টার এ অভিযানে গোলাগুলিতে নয়জন নিহত ও একজনকে আহত অবস্থায় আটক করা হয়।

 

ভবন থেকে জিহাদি বই, বোমা ও অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানায় পুলিশ।

 

বাড়িটির উপরের তলাগুলোতে মেস এবং নিচের তলাগুলোতে ফ্যামিলি থাকে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানের পর বাড়িটিতে এখন কেউ থাকছেন না।

সূত্র: বাংলা নিউজ

সর্বশেষ - জাতীয়