সোমবার , ২৫ জুলাই ২০১৬ | ২৫শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

জার্মান হামলা, এক বছর ধরে পরিকল্পনা

Paris
জুলাই ২৫, ২০১৬ ৭:৫৫ পূর্বাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

জার্মানির মিউনিখে বন্দুকধারী হামলাকারী ডেভিড আলী সম্বুলি গত এক বছর ধরে এ হামলার পরিকল্পনা করেছে।

 

রোববার (২৪ জুলাই) জার্মান কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে।

 

এরআগে শুক্রবার (২২ জুলাই) ওই বন্দুকধারীর হামলায় ৯ জন নিহত হয়। জার্মান-ইরানি বংশোদ্ভূত ১৮ বছর বয়সী সম্বুলি এ হামলার পরই আত্মহত্যা করে।

 

এদিকে, মিউনিখ পুলিশ জানিয়েছে তারা সম্বুলির ১৬ বছর বয়সী এক আফগান বন্ধুকে আটক করেছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

 

এক বিবৃতিতে বলা হয়েছে, আটক ওই কিশোর ফেসবুক পোস্টের মাধ্যমে ওই রেস্টুরেন্টে লোক ডেকে আনার ভূমিকা পালন করেছে।

 

শুক্রবারের ওই হামলায় ৯ জন নিহত ও অন্তত ৩৫ জন আহত হয়। নিহতদের মধ্যে সাতজনই কিশোর। তারা কসোভো, তুরস্ক ও গ্রিসের নাগরিক ছিল।

সূত্র: বাংলা নিউজ

সর্বশেষ - সব খবর