সিল্কসিটিনিউজ ডেস্ক :
জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নুর জাতীয় সংসদে দেওয়া বক্তব্যের একটি ছোট্ট ভিডিও ক্লিপ ফেসবুকে ভাইরাল হয়েছে। প্রথমে ভিডিওটি নিজের আইডিতে শেয়ার করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ।
শনিবার (২ নভেম্বর) দুপুরে ভিডিওটি শেয়ার করে হাসনাত লেখেন, ‘বাংলাদেশের তথাকথিত সুশীল সমাজের অংশীজনরা যা বলতেন তা শুনলে চব্বিশ সালে হাসিনার ফ্যাসিজমের উপসংহার রচিত হতো না। তারা এখন যা বলছেন, শুনলে বাংলাদেশের বিদ্যমান সমাজ কাঠামোর আমূল পরিবর্তন হবে না।
সুশীলদের জাপাপ্রীতির কারণ দেখেন।’
মূলত হাসনাতের পোস্টের পর ভিডিওটি শেয়ার করতে থাকেন ফেসবুক ব্যবহারকারীরা।
ভিডিওতে মুজিবুল হক চুন্নুকে বলতে শোনা যায়, ‘২০১৪ সালে জাতীয় নির্বাচন নিয়ে যখন অনিশ্চয়তা দেখা দিয়েছিল, আওয়ামী লীগের অনেক সিনিয়র নেতা বলেছেন এই চুন্নুর মাথা কি খারাপ হয়েছে? এ অবস্থায় নির্বাচন করলে জান থাকবে, প্রাণ থাকবে?’
‘আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করলাম। সে সময় তিনি বলেন, নির্বাচন হবে।
অন্য কাউকে আর বসতে দেওয়া হবে না।’
জাতীয় সংসদে দেওয়া ওই বক্তব্যে চুন্নু আরো বলেন, ‘কেউ আসুক বা না আসুক গণতন্ত্রের সুষ্ঠু ধারা বজায় রাখার জন্য নির্বাচন হবে। তোমরা নির্বাচন করো। আমরা নির্বাচন করলাম।
আমাদের ৩টি মন্ত্রণালয় দেওয়া হলো।’
‘২০১৮ সালেও আমরা আওয়ামী লীগের সঙ্গে জোট করেছি। আমরা কি আওয়ামী লীগকে তিন-চারবার সমর্থন দিয়ে ক্ষমতায় আসতে সাহায্য করিনি। তাহলে এত কথা কেন?’
সূত্র: কালের কণ্ঠ