নিজস্ব প্রতিবেদক:
জাতীয় পার্টির দশম সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য হিসাবে রাজশাহী মহানগর জাতীয় পার্টির সাবেক সাংগঠনিক সম্পাদক সরদার জুয়েলকে কেন্দ্রীয় আহবায়ক কমিটিতে সদস্য হিসাবে অনুমোদন দিয়েছে বিরোধীদলীয় নেতা ও দশম জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক বেগম রওশন এরশাদ এমপি। শনিবার (১২নভেম্বর) কেন্দ্রীয় সদস্য সচিব গোলাম মসিহ এর সুপারিশে এই অনুমোদন দেয়া হয়।
সরদার জুয়েল কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য মনোনীত হওয়ায় শুভেচ্ছা জানিয়েছেন বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। শুভেচ্ছা জানিয়েছেন রাজশাহীর জাপা নেতা আসাদুজ্জামান নূর আসাদ, মেহেদী হাসান নয়ন, মাওলানা মফিদুল ইসলাম সিরাজী, সোহেল খান,সোহাগ খান,ফরহাদ,রাব্বি,বিপুল,রয়েল,মিম,শিমুল,তৌকির,আব্দুস সালাম প্রমুখ।
উল্লেখ্য রাজশাহী জাতীয় পার্টিতে সরদার জুয়েল বিভিন্ন সময় শীর্ষস্থানীয় পদে থেকে নেতৃত্ব দেন। একাধারে তিনি মহানগর জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক, জেলা জাতীয় পার্টির প্রচার সম্পাদক, জেলা জাতীয় শ্রমিক পার্টি ও জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির আহবায়ক হিসাবে দায়িত্ব পালন করেন। বিগত দিনে রাজশাহীর জাতীয় পার্টিতে তারুণ্যের ব্যপক সমাগম ঘটিয়ে আলোচনা সমালোচনার জন্ম দেন তিনি।
২০১৭ সনে রাজশাহীতে সর্বশেষ মহানগর জাতীয় পার্টির কাউন্সিল অনুষ্ঠিত হয়,আর সেই সময় তার জনপ্রিয়তার কারনে সাংগঠনিক সম্পাদক হিসাবে দায়িত্ব দেন সাবেক প্রেসিডেন্ট জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদ। সম্প্রতি বেগম রওশন এরশাদের নেতৃত্বে সারাদেশের ন্যায় রাজশাহীতেও জাতীয় পার্টির একটা পক্ষ শক্ত অবস্থান তৈরি করতে কাজ করছে। আবারো নতুন করে সরদার জুয়েল আলোচনায় উঠে আসে।