বুধবার , ৪ মে ২০২২ | ১১ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

জাপান বংশোদ্ভূত মার্কিন মন্ত্রিসভার প্রথম সদস্যের মৃত্যু

Paris
মে ৪, ২০২২ ১০:১৯ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্কঃ

মার্কিন মন্ত্রিসভার জাপান বংশোদ্ভূত প্রথম সদস্য নরমান মিনেটা মারা গেছেন।

৯০ বছর বয়সি এ রাজনীতিক গত মঙ্গলবার মেরিল্যান্ডে তার নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। খবর আরব নিউজের।

মিনেটার কর্মজীবন শুরু হয় সেনা সদস্য হিসেবে। এরপর ১৯৬৭ সালে সান জোসে সিটি কাউন্সিলর পদে নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে রাজনীতিতে প্রবেশ করেন।

১৯৭১ সালে তিনি ওই সিটির মেয়র নির্বাচিত হন। ১৯৭৫ সাল থেকে ১৯৯৫ সাল পর্যন্ত তিনি মার্কিন সংসদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

 

সূত্রঃ যুগান্তর

সর্বশেষ - আন্তর্জাতিক