অর্থাভাবে পড়ে চলতি মৌসুমে দল গড়াই দুষ্কর হয়ে পড়েছিল মুক্তিযোদ্ধা ক্লাবের জন্য। সে সময় ক্লাবের ত্রাতা হয়ে এগিয়ে আসেন দলটির অধিনায়ক ইউসেকো কাতো।
ক্লাবের দুর্দশার বর্ণনা দিয়ে ফেসবুকে ভিডিওবার্তা দিলে অনেকেই এগিয়ে আসেন।
জাপানের একটি বহুজাতিক কোম্পানি এক কোটি টাকা দেয় মুক্তিযোদ্ধাকে। এ সহায়তা করেই চুপ থাকেননি কাতো। নিজের দেশে মুক্তিযোদ্ধা ক্লাবের জার্সি বিক্রি করেছেন কাতো। আর সেই অর্থ এনে বাঁচিয়েছেন দলকে।
জাপানে মুক্তিযোদ্ধার জার্সি বেচে ৩০ লাখ টাকা পেয়েছেন কাতো।
বুধবার এক সংবাদ সম্মেলনে কাতো বলেন, ‘ডিওবার্তায় আমার আকুতি শুনে অনেক জাপানি অর্থ সহায়তা করেছেন আমাদের মুক্তিযোদ্ধা সংসদকে। তাদের ধন্যবাদ। তবে আমি চাইছিলাম দেনা শোধ করতে আরও অর্থ। তাই মুক্তিযোদ্ধার জার্সি নিজের দেশে নিয়ে গিয়ে বিক্রি করেছি। জাপানে আমার ঘনিষ্ঠ ও কাছের অনেকে মুক্তিযোদ্ধার জার্সি সংগ্রহ করেছেন। এর বিনিময়ে কেউ ১০০ ডলার কেউ ৫০০ ডলার দিয়েছেন। এভাবে বাংলাদেশি টাকায় ৩০ লাখের মতো হয়েছে।’
আগামীতেও ক্লাবের জন্য এভাবে সহায়তা করতে চান বলে জানিয়েছেন কাতো।
কাতোর জার্সি বেচা অর্থ দিয়ে খেলোয়াড়দের বেতন দেওয়া হবে জানিয়ে মুক্তিযোদ্ধার ম্যানেজার আরিফুল ইসলাম বলেন, ‘লিগ দীর্ঘায়িত হওয়ায় মুক্তিযোদ্ধার ব্যয় ৪০ লাখের মতো বেড়েছে। এই অর্থ খেলোয়াড়দের বেতন দিতে সহায়ক হবে।’
সূত্রঃ যুগান্তর