সোমবার , ১২ আগস্ট ২০২৪ | ৬ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

জাতীয় স্মৃতিসৌধ ও শহীদ মিনারে প্রধান বিচারপতির শ্রদ্ধা

Paris
আগস্ট ১২, ২০২৪ ১০:৩৯ পূর্বাহ্ণ

 

সিল্কসিটি নিউজ ডেস্ক:

সাভারে জাতীয় স্মৃতিসৌধ ও কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন নবনিযুক্ত প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। এ সময় তার সঙ্গে ছিলেন সুপ্রিম কোর্টের অন্যান্য বিচারপতিরা।

সোমবার প্রথমে সকাল সোয়া ৭টায় জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তারা। শ্রদ্ধা নিবেদন শেষে জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। পরে সকাল সাড়ে ৭টার দিকে সাভার জাতীয় স্মৃতিসৌধ এলাকা ত্যাগ করে বিচারপতিদের গাড়িবহর।

পরে সেখান থেকে তারা কেন্দ্রীয় শহীদ মিনারে যান।

এদিকে, সাতদিন বন্ধ থাকার পর আজ খুলছে হাইকোর্ট বিভাগ। ৮ বেঞ্চে সীমিত পরিসরে চলবে বিচারকাজ।

শনিবার দুপুরে ছাত্র-জনতার বিক্ষোভের মুখে পদত্যাগ করেন সাবেক প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। একই দিন রাতে দেশের ২৫তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয় সৈয়দ রেফাত আহমেদকে। রবিবার রেফাত আহমেদকে বঙ্গভবনে শপথ পড়ান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

সর্বশেষ - জাতীয়