শুক্রবার , ২৫ অক্টোবর ২০২৪ | ৯ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

জাতীয় দল থেকে বাদ বিশ্বকাপ কাঁপানো যুক্তরাষ্ট্রের সেই তারকা

Paris
অক্টোবর ২৫, ২০২৪ ১১:৪৭ পূর্বাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিয়ে বিশ্বকে চমকে দিয়েছিল যুক্তরাষ্ট্র। আসরে দুর্দান্ত খেলে তারা সুপার এইট নিশ্চিত করে। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে রেকর্ড রান তাড়া করে জয় তুলে নেয় তারা। আর দ্বিতীয় ম্যাচে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন পাকিস্তানকে পরাজিত করে অঘটনের জন্ম দেয় তারা।

দুটি ম্যাচেই ব্যাটিংয়ে ঝড় তোলেন অ্যারন জোন্স। প্রথম ম্যাচে কানাডার বিপক্ষে অপরাজিত ৯৪ রানের পর দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের বিপক্ষে করেন অপরাজিত ৩৬ রান। এতে করে বিশ্ব ক্রিকেটের র্ফ্যাঞ্চাইজিদের কাছে আগ্রহের কেন্দ্রবিন্দুতে চলে আসেন তিনি। আর সেটিই তার জন্য কাল হয়েছে।

২০২৭ ওয়ানডে বিশ্বকাপে খেলতে হলে যুক্তরাষ্ট্রকে পার করতে হবে বাছাইপর্ব। শুক্রবার (২৫ অক্টোবর) থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ লিগ-২ এর ম্যাচ। সে ম্যাচের জন্য বৃহস্পতিবার (২৪ অক্টোবর) স্কোয়াড ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র ক্রিকেট বোর্ড। আর সেই স্কোয়াডে রাখা হয়নি অ্যারন জোন্সকে। খবর ক্রিকেটপাকিস্তান
কারণ ক্যারিবীয় র্ফ্যাঞ্চাইজি টুর্নামেন্ট সিপিএলে সেন্ট লুসিয়া কিংসের সঙ্গে চুক্তি রয়েছে তার। জাতীয় দলের চেয়ে ক্লাবকে প্রাধান্য দেয়ায় জোন্সকে যুক্তরাষ্ট্রের স্কোয়াডে রাখা হয়নি।

জাতীয় দলকে বাদ দিয়ে র্ফ্যাঞ্চাইজিদের প্রাধান্য দেয়ার প্রবণতা সাধারণত ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের মধ্যে দেখা যায়। কিন্তু বিশ্ব ক্রিকেটের নবাগত একটি দলের খেলোয়াড়ের এমন চিন্তা ধারণা ভাবাচ্ছে সবাইকে।

 

সূত্র: বাংলাদেশ প্রতিদিন

সর্বশেষ - খেলা