বুধবার , ২৩ অক্টোবর ২০২৪ | ৮ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

জয়ের বিশ্বাস নিয়ে এগোবে বাংলাদেশ

Paris
অক্টোবর ২৩, ২০২৪ ৯:১৬ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

তৃতীয় দিন শেষে বাংলাদেশ এগিয়ে ৮১ রানে। হাতে রয়েছে তিনটি উইকেট। বিশেষজ্ঞ ব্যাটার বলতে আছেন কেবল মেহেদী হাসান মিরাজ। বাকি তিন বোলারকে নিয়ে কতদূরই বা যেতে পারবে বাংলাদেশ? দলের স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ বিশ্বাস রেখে পরিস্থিতি মোকাবিলা করতে চান। বাংলাদেশের এই স্পিন কোচ জানিয়েছেন, অন্তত দুইশ রানের লক্ষ্য দিতে চান দক্ষিণ আফ্রিকাকে। সেক্ষেত্রে বাংলাদেশকে আরও ১১৯ রান করতে হবে।

আজ বুধবার বৃষ্টি আর আলোরস্বল্পতার কারণে মাত্র ৪০ ওভার খেলা হয়েছে। আগামী দুই দিনেও প্রবল বৃষ্টির সম্ভাবনা আছে। যদি বৃষ্টি না হয়, তাহলে কি ম্যাচ বাঁচাতে পারবে বাংলাদেশ? হাতে তিন উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার সামনে কত রানের টার্গেট ছুড়ে দেওয়া সম্ভব? সংবাদ সম্মেলনে এমন প্রশ্ন বেশ কয়েকবারই ঘুরে ফিরে এসেছে। প্রায় সব প্রশ্নের উত্তরই একইরকম দিয়েছেন পাকিস্তানি কোচ।

মুশতাক বলেছেন, ‘আমরা এখান থেকে যতটা পারি লিড নেওয়ার চেষ্টা করবো। আমার কথা হলো- আমরা যে কোনও পরিস্থিতিতে বিশ্বাস রাখতে চাই। অবশ্যই ২০০ রানের লিড নেওয়া সম্ভব বলে মনে করি।’

রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ২৬ রান তুলতেই ৬ উইকেট হারিয়েছিল বাংলাদেশ। প্রথম ইনিংসে ওই বিপর্যয়ের পরও বাংলাদেশ স্কোরবোর্ডে শেষ পর্যন্ত তুলতে পারে ২৬২ রান। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঢাকা টেস্টের অবস্থাও অনেকটা কাছাকাছিই। প্রথম ইনিংসে ১০৬ রানে অলআউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসে শুরুর বিপর্যয় কাটিয়ে মিরাজ, জাকের আলী অনিকের দৃঢ়তায় জবাব দিচ্ছে বাংলাদেশ।

রাওয়ালপিন্ডি টেস্টের উদহারণ দিয়ে মুশতাক বলেছেন, ‘আমাদের বিশ্বাস রাখতে হবে। গত পাকিস্তান সিরিজে আমরা ২৬ রানে ৬ উইকেট হারানোর পর ঘুরে দাঁড়িয়েছিলাম। আমাদের জন্য এটা ইতিবাচক প্রেরণা। সবাই বিশ্বাস করতে শুরু করেছে, আমরা ম্যাচে আছি। এই পরিস্থিতিতে আমরা যেভাবে ঘুরে দাঁড়ালাম, এটা দারুণ ব্যাপার।’

পরে আরেক প্রশ্নে মুশতাক বলেছেন, ‘কেন নয় (জয়)। আমি একটু আগেই বললাম পাকিস্তানে ২৬ রানে ৬ উইকেট পর টেস্ট ম্যাচ জিতেছি, এটাই বিশ্বাস। কোচিং স্টাফদের আসলে আগে এই বিশ্বাস করতে হবে, এরপরই খেলোয়াড়রা বিশ্বাস করতে শেখে। আমি মনে করি যে কোনও পরিস্থিতিতে বিশ্বাস রাখা জরুরি। আমরা যদি একটা দল হিসেবে বিশ্বাস রেখে খেলতে পারি, তাহলে যে কোন পরিস্থিতিতেই ম্যাচ জেতা সম্ভব।’

পুরো সংবাদ সম্মেলনে বিশ্বাসের ভেলাতেই চড়ে বেড়ালেন বাংলাদেশের স্পিন কোচ। তিনি বলেছেন, ‘আমরা প্রক্রিয়ায় স্থির থাকতে চাই। পাল্টা লড়াই করতে চাই। আমরা দলে থাকা প্রতিটি খেলোয়াড়ে বিশ্বাস রাখতে চাই। তাইজুল ইসলামও পূর্বে এমন পরিস্থিতিতে রান করেছে। আমরা যতক্ষণ পারি, লম্বা সময় ধরে ব্যাটিং করতে হবে। বিশ্বাস ও আত্মবিশ্বাস থাকলে এই চ্যালেঞ্জ নেওয়ার সম্ভব।’

বাংলাদেশের টপ অর্ডারদের ব্যাটিং নিয়ে দুশ্চিন্তা থাকলেও এভাবে ঘুরে দাঁড়ানো বেশি আন্দোলিত করছে মুশতাককে, ‘অবশ্যই এটা দুশ্চিন্তার। তবে মূল বিষয়টি হচ্ছে আমাদের ম্যাচ জেতার বিশ্বাস তৈরি হতে হবে। টেস্ট ক্রিকেটের সৌন্দর্যই এটি, যখন আপনি ফাইটব্যাক করে ম্যাচে ফিরতে পারবেন। বিশেষ করে আপনার নিচের দিকের ব্যাটাররা যখন পারফরম্যান্স করবে এবং প্রতিপক্ষকে চাপে ফেলবে। আমি মনে করি এটা আমাদের জন্য ভালো দিক। চিন্তা করেন লেট অর্ডারের সঙ্গে আমাদের টপ অর্ডার ক্লিক করলে আমরা যে কোনও দলকেই চ্যালেঞ্জ জানাতে পারবো।’

 

সূত্র: বাংলা ট্রিবিউন

সর্বশেষ - খেলা