বুধবার , ৬ ডিসেম্বর ২০২৩ | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

জনমানব উন্নয়ন সংস্থার উদ্যোগে রাজশাহীতে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ

Paris
ডিসেম্বর ৬, ২০২৩ ৮:১১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

জনমানব উন্নয়ন সংস্থার উদ্যোগে রাজশাহীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের একাদশ- দ্বাদশ শ্রেণির দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়েছে। আজ বুধবার বেলা ১১টায় সংস্থার নিজস্ব কার্যালয়ে এ বই বিতরণ করা হয়।

সংস্থার উপদেষ্টা ও রাজশাহী মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি মো. শফিকুজ্জামান শফিক প্রধান অতিথি থেকে বই বিতরণ করেন। 

এসময় উপস্থিত ছিলেন, সংস্থার সভাপতি প্রভাষক শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক প্রভাষক জিয়াউর রহমান, সহ-সভাপতি রবিউদ্দীন আহমেদ শাহীন, কোষাধ্যক্ষ সাখাওয়াত হোসেন, সদস্য আবুল বাশার প্রমুখ।

শিক্ষার্থীদের উদ্দেশ্য প্রধান অতিথির বক্তব্যে শফিক বলেন, এই সংগঠন থেকে বই দেওয়ার উদ্দেশ্য হলো যাতে মেধাবী শিক্ষার্থীরা পাঠ্যপুস্তকের কারণে লেখাপড়া বন্ধ না হয়। তাদের মেধার মূল্যায়ন হয়।  তারা অন্য শিক্ষার্থীদের মত নিজ পাঠ্যপুস্তকে লেখাপড়া করতে পারে। মেধার বিকশিত করে ভাল ফলাফল অর্জনের মাধ্যমে সমাজ ও দেশের কল্যাণে কাজ করার আহবান জানান। এভাবে যাতে এই সংগঠন থেকে আরও ভাল কিছু করতে পারি আমরা এই প্রত্যাশা রাখছি।

সর্বশেষ - রাজশাহীর খবর