নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী নগর আওয়ামী লীগের ওয়ার্ড পর্যায়ে খাদ্যসামগ্রী (ত্রাণ) প্রদান কর্মসূচি জনগণের চাপে সামাজিক নিরাপত্তার কথা ভেবে স্থগিত করা হয়েছে। আজ সকাল সাড়ে ১১ টার দিকে এ কর্মসূচি শুরু হয়।
মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে ওয়ার্ড নেতাদের হাতে খাদ্যসামগ্রী বিতরণ করার কথা ছিলো মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র জনাব এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের। তবে খাদ্য সামগ্রী বিতরণের কথা শুনে অনেক লোকজন সেখানে ভিড় করতে থাকেন। উপায়ন্তর না দেখে এবং করোনা ছড়িয়ে পড়ার আতঙ্কে শেষ পর্যন্ত এ কর্মসূচি স্থগিত করতে বাধ্য হন মহানগর আওয়ামী লীগের নেতারা।
জানা গেছে, করোনা আতঙ্কে ঘরবন্দি হওয়ায়
রাজশাহী মহানগর আওয়ামী লীগের উদ্যোগে নগরীর ওয়ার্ড পর্যায়ে ২০ হাজার দরিদ্রদের মাঝে এ খাদ্য বিতরণ কর্মসূচি হাতে নেওয়া হয়।
সরকারের নির্দেশনা অনুযায়ী, ঘরবন্দী অসহায় মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কালেও জনসমাগম করা যাবে না। কিন্তু মহানগর আওয়ামী লীগের এ কর্মসূচিতে কয়েক হাজার সাধারণ মানুষ ভিড় করতে থাকেন। এতে করে বাধ্য হয়ে কর্মসূচি স্থগিত করে দেওয়া হয়। পরবর্তীতে বাড়ি বাড়ি গিয়ে খাদ্য বিতরণ করা হবে বলে জানানো হয়
স/আর