মঙ্গলবার , ৩১ মার্চ ২০২০ | ১৬ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

জনগণের চাপে রাজশাহী নগর আ.লীগের ত্রাণ বিতরণ কর্মসূচি স্থগিত

Paris
মার্চ ৩১, ২০২০ ১২:৪৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী নগর আওয়ামী লীগের ওয়ার্ড পর্যায়ে খাদ্যসামগ্রী (ত্রাণ) প্রদান কর্মসূচি জনগণের চাপে সামাজিক নিরাপত্তার কথা ভেবে স্থগিত করা হয়েছে। আজ সকাল সাড়ে ১১ টার দিকে এ কর্মসূচি শুরু হয়।

মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে ওয়ার্ড নেতাদের হাতে খাদ্যসামগ্রী বিতরণ করার কথা ছিলো মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র জনাব এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের। তবে খাদ্য সামগ্রী বিতরণের কথা শুনে অনেক লোকজন সেখানে ভিড় করতে থাকেন। উপায়ন্তর না দেখে এবং করোনা ছড়িয়ে পড়ার আতঙ্কে শেষ পর্যন্ত এ কর্মসূচি স্থগিত করতে বাধ্য হন মহানগর আওয়ামী লীগের নেতারা।

জানা গেছে, করোনা আতঙ্কে ঘরবন্দি হওয়ায়
রাজশাহী মহানগর আওয়ামী লীগের উদ্যোগে নগরীর ওয়ার্ড পর্যায়ে ২০ হাজার দরিদ্রদের মাঝে এ খাদ্য বিতরণ কর্মসূচি হাতে নেওয়া হয়।

সরকারের নির্দেশনা অনুযায়ী, ঘরবন্দী অসহায় মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কালেও জনসমাগম করা যাবে না। কিন্তু মহানগর আওয়ামী লীগের এ কর্মসূচিতে কয়েক হাজার সাধারণ মানুষ ভিড় করতে থাকেন। এতে করে বাধ্য হয়ে কর্মসূচি স্থগিত করে দেওয়া হয়। পরবর্তীতে বাড়ি বাড়ি গিয়ে খাদ্য বিতরণ করা হবে বলে জানানো হয়

স/আর

সর্বশেষ - রাজশাহীর খবর