নিজস্ব প্রতিবেদক:
জঙ্গি ও সন্ত্রাসবাদ দমনে পুলিশকে আরও সতর্ক এবং সক্রিয় হওয়ার নির্দেশ দিয়েছেন পুলিশের স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম(বার)।
আজ সোমবার সকাল ১০ টা থেকে দুপুর ১টা পর্যন্ত রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি) সদর দফতরে শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ নির্দেশ দেন ।
সভায় আরএমপি পুলিশ কমিশনার মোঃ মাহাবুবুর রহমান, পিপিএম’র সভাপতিত্বে প্রধান অতিথি থেকে তিনি তার বক্তব্যে আইনশৃঙ্খলা সংক্রান্ত বিভিন্ন দিকনিদের্শনামূলক বক্তব্য রাখেন।
এসময় পুলিশের অতিরিক্ত আইজিপি মো. জাবেদ পাটোয়ারী বলেন, সারাদেশে পুলিশ বাহিনীর সদস্য আছেন দুই লাখ। আর কমিউনিটি পুলিশের সদস্য প্রায় ১০ লাখ। এ জন্য কমিউনিটি পুলিশ সদস্যদের কাজে লাগিয়ে অপরাধ নির্মূল করতে হবে। জঙ্গি ও সন্ত্রাসবাদ দমন করতে হবে। কমিউনিটি পুলিশ গোয়েন্দাদের মতো তথ্য সংগ্রহ করে পুলিশকে দিলে সহজেই অপরাধ নির্মূল করা সম্ভব হবে।
স/অ