সোমবার , ১ জুলাই ২০২৪ | ১০ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

ছোবল দেওয়া রাসেলস ভাইপার নিয়ে হাসপাতালে বাঘার শ্রমিক

Paris
জুলাই ১, ২০২৪ ৫:০৮ অপরাহ্ণ

বাঘা প্রতিনিধি:
রাজশাহীর বাঘায় ছোবল দেওয়া রাসেলস ভাইপার (সাপ) নিয়ে হাসপাতালে ছুটে গেলেন শাকিল হোসেন (২০) নামের এক শ্রমিক। সোমবার (১ জুলাই) সকাল ৭টার দিকে উপজেলার পদ্মার মধ্যে মানিকের চরে বাদাম উঠাতে গিয়ে এ ঘটনা ঘটেছে। শাকিল হোসেন পদ্মার মধ্যে চকরাজাপুর ইউনিয়নের দাদপুর চরের আকবর হোসেনের ছেলে।

জানা গেছে, শাকিল হোসেন সোমবার সকাল ৭টার দিকে পদ্মার মধ্যে মানিকের চরে বাদাম উঠানোর কাজে যায়। এ সময় জমিতে রোপণ করা বাদাম উঠাতে শুরু করে। এ সময় রাসেলস ভাইপার তার হাতে ছোবল দেয়। এতে সে ভীতু না হয়ে ওই রাসেল ভাইপার (সাপ) ধরে বস্তায় বন্দি করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। বিকাল সাড়ে ৪টার দিকে খবর নিয়ে জানা গেছে শাকিলের শারীরিক অবস্থা স্বাভাবিক রয়েছে। বিষয়টি নিশ্চিত করেন তার পিতা আকবর হোসেন।

এ বিষয়ে চকরাজাপুর ইউনিয়নের চেয়ারম্যান বাবলু দেওয়ান বলেন, ছোবল দেওয়া রাসেলস ভাইপারের (সাপ) ধরে নিয়ে এক বাদাম উঠানো শ্রমিক হাসপাতালে গেছেন এবং বর্তমানে তিনি ভালো আছেন শুনেছি।

সর্বশেষ - রাজশাহীর খবর