সোমবার , ৯ সেপ্টেম্বর ২০২৪ | ২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

‘ছোট বাচ্চাটার দিকে কি আমরা তাকাতে পারব?’

Paris
সেপ্টেম্বর ৯, ২০২৪ ১০:৩০ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

গুণী পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী। দেশের নানা ইস্যুতে কথা বলেন নিয়মিত। এবার তিনি কথা বললেন রাজশাহীর একটি ঘটনায়। গত ৩ সেপ্টেম্বর কন্যাসন্তানের পিতা হয়েছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রলীগের সাবেক নেতা আবদুল্লাহ আল মাসুদ।

সে তথ্য জানান শনিবার, ফেসবুকে নবজাতকের ছবি পোস্ট করে মেয়ের জন্য দোয়া চান। এদিন রাতেই তাকে পিটিয়ে মেরে ফেলা হয়।

জানা যায়, ২০১৪ সাল থেকেই মাসুদ ছিলেন পঙ্গু। ওই বছরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জিয়া হলের সামনে তার ওপর হামলা হয়।

এ সময় মাসুদের ডান পায়ের নিচের অংশ গোড়ালি থেকে বিচ্ছিন্ন করা হয়। বাঁ পা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ওই হামলায় পা হারিয়ে মাসুদ একটি প্লাস্টিকের পা লাগিয়ে চলাচল করতেন। এদিন রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়সংলগ্ন বিনোদপুর বাজার থেকে ওষুধ নিয়ে ফেরার সময় তাকে পিটিয়ে থানায় দেওয়া হয়, এরপর হাসপাতালে নিলে তিনি মারা যান।

শনিবার ছাত্রলীগের সাবেক নেতা মাসুদকে মেরে ফেলার ঘটনা দেশব্যাপী সমালোচনার জন্ম দিয়েছে।?

বিচারবহির্ভ‚ত হত্যার এই ঘটনায় মর্মাহত সাংস্কৃতিক অঙ্গনের মানুষেরাও। ঘটনাটি নিয়ে নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী লিখেছেন, ‘রাজশাহীর ঘটনাটা মনটা দুমড়েমুচড়ে দিল। ছোট বাচ্চাটার দিকে কি আমরা তাকাতে পারব? যদি তার বাবা অপরাধ করেও থাকে কে মবকে লাইসেন্স দিল বিচার করার?’

বর্তমান প্রশাসনের উদ্দেশে ফারুকী সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, ‘মবরাজ থামান। শৃঙ্খলা আনেন।না হলে কোনো সংস্কার কাজে আসবে না।’

নির্মাতা বলেন, ‘আমি জানি, পুলিশ বাহিনীকে দুর্বল করে দেওয়া হইছে। কিন্তু এর সমাধানের পথে তো হাঁটতে হবে। সবাই ঐক্য ধরে রেখে মববাজি থামাতে হবে। পুলিশকে আরো কনফিডেন্স দিয়ে এঙ্গেজ করতে হবে। বিপ্লবের কৃতিত্ব কার, কে ক্রিম খাবে, কাকে ঠেকায়া কাকে উঠাতে হবে এটা পরেও করা যাবে। এখন এইটা নিয়া বিজি থাকলে বিশৃঙ্খলাই কেবল বাড়বে। ফ্যাসিস্ট শক্তি এটাই চায়। এখন ভাবেন, তার চাওয়া প‚রণ করবেন নাকি ইফেকটিভ সরকার কায়েম করবেন। প্লিজ।’

তিনি বলেন, ‘আপনারা যারা এসব করতেছেন, তাদের উদ্দেশে বলি, এসবের মধ্য দিয়ে আপনারা যে ভয়ানক অপরাধই করছেন তা না, একই সঙ্গে দেখেন আপনারা সবাইকে কোন আলাপে ব্যস্ত করে দিতেছেন? অথচ আমাদের আলাপ হওয়ার কথা ছিল ফ্যাসিস্ট শক্তির অপকর্মের শ্বেতপত্র, রিফর্ম এবং জনগণের অংশগ্রহণে একটা কার্যকর গণতন্ত্র!’

 

সূত্র: কালের কণ্ঠ

সর্বশেষ - বিনোদন