মঙ্গলবার , ২৯ অক্টোবর ২০২৪ | ১৪ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

ছোটনের পর কি বাটলারও শিরোপা উঁচিয়ে ধরতে পারবেন?

Paris
অক্টোবর ২৯, ২০২৪ ১১:০৪ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

গোলাম রব্বানী ছোটন বাংলাদেশের নারী দলকে প্রথম সাফের শিরোপা এনে দিয়েছেন। আজ তিনি নেই দলের সঙ্গে। তার জায়গায় ইংলিশ কোচ পিটার বাটলার এসেছেন। তার অধীনে বুধবার সাফের আরও একটি শিরোপা জেতার দ্বারপ্রান্তে বাংলাদেশ। ছোটনের পথ অনুসরণ করে বাটলারও কী শিরোপার স্বাদ দিতে পারবেন সাবিনা-তহুরা-শামসুন্নাহারদের? কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে পৌঁনে সাতটার ম্যাচ নিয়ে বাটলার কিন্তু আশাবাদী। আত্মবিশ্বাসের কোনও ঘাটতি নেই তার।

এমনিতে শুরুর ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ভালো খেলতে পারেনি বাংলাদেশ। কোচের সঙ্গে খেলোয়াড়দের দ্বন্দ্ব প্রকট হয়ে দেখা দেয়। এনিয়ে এখনও দোষারোপ চলছে দুই পক্ষের মধ্যে। কিন্তু অবাক করা বিষয় প্রথম ম্যাচের পর থেকে বাংলাদেশের উদ্ভাসিত নৈপুণ্য। কোনও বিতর্কই মেয়েদের মাঠের পারফরম্যান্সে বাধা হয়ে দাঁড়াতে পারেনি। তাই ইংলিশ কোচও দিনকে দিন আশাবাদী হয়ে উঠছেন।

ফাইনালের মঞ্চে সাবিনারা দারুণ পারফরম্যান্স দেখাবেন বলে বাটলারের আশা, ‘শিহরণ জাগানিয়া ফাইনাল হবে। আমরা অনেকটা পথ এসেছি, আরও এগিয়ে যেতে চাই। নেপালের প্রতি ভীষণ শ্রদ্ধা আছে আমার। যখন আপনি ফাইনালে খেলবেন, তখন সব কিছু সেরাভাবে নিয়ন্ত্রণ রাখা গুরুত্বপূর্ণ। কেননা, কখনও কখনও উপলক্ষ আপনাকে নিয়ন্ত্রণ করতে পারে।’

কালকের ম্যাচ নিয়ে চিন্তাও কম নয় বাটলারের। তবে ইতিবাচকভাবেই এগিয়ে যেতে চাইছেন কোচ, ‘আমি জানি, আগামীকালের ম্যাচে অনেক বিষয় অন্তর্ভুক্ত থাকবে। তবে আমাদের বিশ্বাস করতে হবে সঠিক মানসিকতা, মনোভাব নিয়ে আমরা যেন খেলতে পারি।’

 

সূত্র: বাংলা ট্রিবিউন

সর্বশেষ - খেলা